সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জোর করে নাবালকদের ১০ ঘণ্টা কাজ করতে চাপ। মনমতো কাজ না হলে লোহার রড দিয়ে কপালে জুটত মার। রাজস্থানের রাজকোটে ইমিটেশন গয়না তৈরির কারখানায় নৃশংস অত্যাচারের অভিযোগ। সেখান থেকেই বাংলার এক নাবালক-সহ ১৯ জনকে উদ্ধার করল পুলিশ। এই ঘটনায় কারখানা কর্তৃপক্ষের একজনকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করছেন তদন্তকারীরা।
পুলিশ সূত্রে খবর, রাজকোটে ওই গয়না তৈরির কারখানায় মূলত ১২ থেকে ১৯ বছর বয়সিরা কাজ করানো হত। সকাল ৯টা থেকে রাত ১১ পর্যন্ত কাজ চলে কারখানায়। সেখানে কমপক্ষে ১০ ঘণ্টা করে সকলকে কাজ করতে হত। মাসে দেওয়া হত ৫ হাজার টাকা। মনমতো কাজ না হলে চলত অত্যাচার। লোহার রড দিয়ে মারধর করা হত বলেই খবর। তদন্তকারীরা জানান, পূর্ব বর্ধমানের বাসিন্দা অজিতমৌলা আজমৎউল্লাই কারখানায় অত্যাচার করত।
গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে পুলিশ ওই কারখানায় হানা দেয়। তল্লাশি চালিয়ে কমপক্ষে ১৯ জনকে উদ্ধার করা হয়। তাদের মধ্যে বাংলার নাবালক রয়েছে বলেই খবর। আহতদের মধ্যে বেশ কয়েকজন জখম। তাদের শরীরে একাধিক চোটাঘাত রয়েছে। জখমদের ভর্তি করা হয়েছে হাসপাতালে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের পরিবারের কাছে পাঠিয়ে দেওয়া হবে বলেই খবর। এই ঘটনায় ধৃতের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। এই ঘটনা সংক্রান্ত আরও তথ্যের খোঁজে তাকে দফায় দফায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.