Advertisement
Advertisement
Uttarakhand

উত্তরাখণ্ডে ভয়াবহ ভূমিধস, জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে বন্দি ১৯ কর্মী, চলছে উদ্ধারকাজ

একাধিক জেসিবি মেশিন এনে রাস্তা পরিষ্কার করা হচ্ছে।

19 NHPC workers trapped as landslide blocks tunnels of Uttarakhand Dhauliganga Power Project
Published by: Amit Kumar Das
  • Posted:August 31, 2025 6:38 pm
  • Updated:August 31, 2025 6:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের বড়সড় দুর্ঘটনা উত্তরাখণ্ডে। প্রবল বৃষ্টির জেরে ধস নামল পিথোরগড়ের ধৌলিগঙ্গা বিদ্যুৎপ্রকল্পে। এই ঘটনার জেরে সুড়ঙ্গ থেকে বের হওয়ার আপৎকালীন গেট মাটির নিচে চাপা পড়েছে। ভিতরে বন্দি রয়েছেন এনএইচপিসি-র ১৯ জন কর্মী। ধারচুলার উপ-জেলাশাসক জিতেন্দ্র বর্মা জানান, ভূমিধসের জেরে সেখানে প্রচুর ধ্বংসাবশেষ জমা হয়েছে। তা পরিষ্কার করতে অত্যাধুনিক মেশিন আনা হয়েছে।

Advertisement

স্থানীয় প্রশাসনের তরফে জানা গিয়েছে, ভারী বৃষ্টিপাতের কারণে এদিন বড়সড় ধস নামে ওই অঞ্চলে। যার জেরে ধরচুলার কাছে ইলাগড় এলাকায় ধৌলিগঙ্গা বিদ্যুৎ প্রকল্প দুর্ঘটনার কবলে পড়ে। সুরঙ্গের ভিতর থেকে বেরোনোর রাস্তা সম্পূর্ণ বন্ধ হয়েছে। ধসের জেরে ওই অঞ্চলে যাওয়ায় রাস্তাও বন্ধ হয়েছে। উদ্ধারকাজ চালিয়ে যেতে একাধিক জেসিবি মেশিন এনে রাস্তা পরিষ্কার করা হচ্ছে।

প্রশাসনিক কর্তা জিতেন্দ্র বর্মা বলেন, সুড়ঙ্গের মধ্যে বন্দি সকল কর্মীরা নিরাপদে রয়েছেন। বিদ্যুৎ কেন্দ্রের মুখ পরিষ্কার করার পর কর্মীদের ভিতর থেকে বের করে আনা হবে। তবে দুর্যোগের মধ্যে বিদ্যুৎ উৎপাদনের কাজ স্বাভাবিকভাবেই চলছে। সেখানে দুর্ঘটনার কোনও প্রভাব পড়েনি। তবে ভূমিধসের জেরে বিদ্যুৎ কেন্দ্রের সামান্য ক্ষতি হয়েছে। এদিকে দুর্ঘটনার খবর প্রকাশ্যে আসার পর স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে। তবে প্রশাসনের তরফে আশ্বস্ত করে জানানো হয়েছে সন্ধ্যার মধ্যেই সেখানে আটকে থাকা কর্মীদের উদ্ধার করা সম্ভব হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ