Advertisement
Advertisement
Aswini Baisnab

পাঁচ বছরে অসংরক্ষিত কামরায় সফর করেছেন ২১৮৭ কোটি যাত্রী, লোকসভায় জানালেন রেলমন্ত্রী   

দেশে নন-এসি কোচ ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

2.187 billion passengers travelled in unreserved compartments in five years says Aswini Baisnab
Published by: Subhankar Patra
  • Posted:July 30, 2025 2:20 pm
  • Updated:July 30, 2025 2:20 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীর থেকে কন্যাকুমারী। দেশের প্রতিটি কোনায় পৌঁছেছে রেলপথ। ভারতের যোগাযোগ ব্যবস্থায় রেল সব থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। শহর থেকে শহরতলী হয়ে গ্রামে পৌঁছেছে রেলের লাইন। বছরভর সাধারণ নাগরিকদের ভরসা ট্রেনই। সংসদে রেলমন্ত্রী বৈষব জানান, শেষ পাঁচবছর ২১৮৭ কোটি যাত্রী জেনারেল কামরায় যাতায়াত করেছেন।

Advertisement

সংসদে চলছে বাদল। লোকসভায় সাংসদ এস জোথিমণি এবং সচিতানন্থম আর রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণবের কাছে প্রশ্ন করে জানতে চান, ২০২৫ সালে শেষ হওয়া অর্থবর্ষ মিলিয়ে গত পাঁচ আর্থিক বছরে অসংরক্ষিত কোচে কত যাত্রী যাত্রা করেছেন? সেই প্রশ্নের জবাবে রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব জানান, ২১৮৭ কোটি যাত্রী রেলের অসংরক্ষিত কামরায় যাত্রা করেছেন।

দূরপাল্লা ট্রেনে অসংরক্ষিত কামরায় যাতায়াত করা রীতিমতো চ্যালেঞ্জের বিষয়। যাত্রীরা ঠাসাঠাসি করে সফর করেন। রেলমন্ত্রী জানান, মেল, এক্সপ্রেস ট্রেন ছাড়াও, মেমু, ইএমইউ কোচের নন এসি ট্রেন চালানো হয়। আরও জানিয়েছেন, অমৃত ভারত এক্সপ্রেস পুরোপুরি নন-এসি ট্রেন যেখানে ৮টি স্লিপার কোচ রয়েছে। বাকি ১১টি জেনারেল কোচ। যেখানে যাত্রী অল্প টাকা খরচ করে সফর করতে পারেন।

একটি রিপোর্ট থেকে জানা গিয়েছে, দেশে নন-এসি কোচ ৭০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সেই রিপোর্ট অনুসারে, মোট ৮২,২০০ কোচের মধ্যে ৫৭,২০০ নন-এসি, বাকি ২৫,০০০ এসি কোচ। আগামী পাঁচ বছরে ১৭,০০০ নন-এসি জেনারেল ও স্লিপার কোচ তৈরি করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ