প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দু’টি পৃথক মামলায় দুই যুবকের বিরুদ্ধে মামলা লড়ছিলেন এক মহিলা আইনজীবী। উত্তরপ্রদেশের মোরাদাবাদে আদালতে চত্বরেই ওই মহিলা আইনজীবীর উপর অ্যাসিড হামলা চালাল অভিযুক্ত দুই যুবক। অ্যাসিডদগ্ধ আইনজীবীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। যোগীরাজ্যের এই ঘটনায় শোরগোল পড়ে গিয়েছে। আদলত চত্বরে আইনজীবীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, শুক্রবার ওই মহিলা আইনজীবী আদালত চত্বরে নিজের চেম্বারে যাচ্ছিলেন। তখনই পথ আটকে দুই দুষ্কৃতী তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। আইনজীবীর মাথায় দেশি পিস্তল ঠেকায় এক দুষ্কৃতী। দ্বিতীয় জন আইনজীবীর শরীরে অ্যাসিড ছোড়েন। মহিলার চিৎকারে অন্য আইনজীবী ও মামলাকারীরা ছুটে আসতেই দুষ্কৃতীরা পালিয়ে যায়। আইনজীবীর মুখ এবং মাথার কিছু অংশ পুড়ে গিয়েছে বলে জানা গিয়েছে। দ্রুত উদ্ধার করে হাসপাতালে ভর্তি করানো হয় ওই আইনজীবীকে। তিনি বর্তমানে বিপন্মুক্ত বলে জানা গিয়েছে।
পুলিশ জানিয়েছে, দুই যুবকের বিরুদ্ধেই দু’টি পৃথক মামলা লড়ছেন আইনজীবী। এক দুষ্কৃতীর বিরুদ্ধে মহিলাকে হেনস্থার অভিযোগে মামলা রয়েছে। অপর জনের বিরুদ্ধে পণ নেওয়ার অভিযোগ সংক্রান্ত মামলা রয়েছে। দুই দুষ্কৃতী মিলে মহিলাকে হামলার পরিকল্পনা করেছিল। দুই হামলাকারীকে চিনতে পেরেছেন আক্রান্ত আইনজীবী। পুলিশকে দুই অভিযুক্তের নামও জানিয়েছেন তিনি। মহিলার বয়ানের ভিত্তিতে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে পুলিশ। ভারতীয় ন্যায় সংহিতার ১২৪ (১) ধারায় অ্যাসিড হামলা-সহ অন্য ধারায় মামলা দায়ের করা হয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.