Advertisement
Advertisement
Jammu and Kashmir

কাশ্মীরে জঙ্গিদমন অভিযানের মাঝেই অনন্তনাগে নিখোঁজ দুই জওয়ান, ঘনাচ্ছে রহস্য

তাঁদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে।

2 Army Soldiers Go Missing In Forest In Jammu and Kashmir
Published by: Subhodeep Mullick
  • Posted:October 8, 2025 6:24 pm
  • Updated:October 8, 2025 6:24 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার গভীর রাত থেকে জম্মু ও কাশ্মীরের রাজৌরিতে শুরু হয়েছে সেনা-জঙ্গি গুলির লড়াই। তবে এখনও পর্যন্ত কোনও হতাহতের খবর প্রকাশ্যে আসেনি। এই পরিস্থিতিতে অনন্তনাগে দুই জওয়ানের খোঁজ পাওয়া যাচ্ছে না বলে খবর। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে ঘনাচ্ছে রহস্য।

Advertisement

জানা গিয়েছে, অনন্তনাগের কোকারনাগ এলাকার গাদোল জঙ্গলে দু’দিন আগে ওই দুই জওয়ান টহল দিচ্ছিলেন। কিন্তু সময় পেরিয়ে গেলও তাঁরা ফেরেনি। এরপরই চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। তাঁদের খোঁজে ইতিমধ্যেই তল্লাশি শুরু হয়েছে। কিন্তু পুলিশ সূত্রে খবর, খারাপ আবহাওয়া এবং তুষারপাতের কারণে ব্যাহত হচ্ছে উদ্ধারকাজ। বলে রাখা ভালো, এই গাদোল জঙ্গল অতীতে বড় ধরনের সংঘর্ষ এবং হামলার সাক্ষী থেকেছে। গত বছর সেখানে গুলির লড়াইয়ে মৃত্যু হয় দুই সেনা এবং এক সাধারাণ নাগরিকের। তবে এই দুই জওয়ানের নিখোঁজ হওয়ার নেপথ্যে কোনও জঙ্গিযোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

প্রসঙ্গত, পহেলগাঁও কাণ্ডের পর গোটা উপত্যকাজুড়ে শুরু হয়েছে জঙ্গিদমন অভিযান। সম্প্রতি শ্রীনগরে ‘অপারেশন মহাদেব’ অভিযানে পহেলগাঁও হামলায় যুক্ত ৩ পাক জঙ্গিকেই খতম করেছে ভারতীয় সেনা। ২২ এপ্রিল পহেলগাঁওয়ে হামলার পর থেকে গা ঢাকা দিয়ে ছিল জঙ্গিরা। তবে সম্প্রতি জঙ্গিদের কাছে থাকা টি৮২ আল্ট্রাসেট কমিউনিকেশন ডিভাইস চালু করে জঙ্গি মুসা। সেই সূত্র ধরেই লোকেশন খুঁজে হত্যা করা হয় জঙ্গিদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ