Advertisement
Advertisement
Patna

গাড়ির দরজা খুলতেই মিলল এক শিশুর দেহ, কয়েক মুহূর্তে মৃত্যু আরও একজনের, মর্মান্তিক কাণ্ড পাটনায়

তদন্ত শুরু করেছে পুলিশ।

2 children found dead inside parked car in Patna

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:August 16, 2025 2:51 pm
  • Updated:August 16, 2025 2:51 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: হাড়হিম কাণ্ড বিহারের রাজধানী পাটনায়। দাঁড়িয়ে থাকা একটি গাড়ি থেকে উদ্ধার দুই শিশুর দেহ। একজন জীবিত থাকলেও হাসপাতালে নিয়ে যাওয়ার সময় মৃত্যুর কোলে ঢোলে পড়ে শিশুটি। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় ব্যাপক চাঞ্চল্য এলাকায়।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, স্বাধীনতা দিবসের রাত অর্থাৎ শুক্রবারে তাঁদের কাছে ফোন আসে গাড়ির ভিতরে অচৈনত্য অবস্থায় পড়ে রয়েছে দুই শিশু। তাদের মধ্যে একজন শিশুকন্যা  অন্যজন পুত্র। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গাড়িটি থেকে নবছরের এক নাবালিকা ও পাঁচ বছরের এক নাবালকের দেহ উদ্ধার করা হয়েছে। একজনের সেই সময় শ্বাস চলছিল। পুলিশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। তবে তাকে বাঁচানো যায়নি।

ঘটনায় একাধিক প্রশ্ন উঠছে। কী করে মৃত্যু? গাড়িটি কোথা থেকে এল? কে বা কারা ফেলে গেল? গাড়িটির মালিককে? সব প্রশ্নের উত্তর খুঁজছে পুলিশ। দেহ দু’টি উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে। প্রাথমিক রিপোর্ট আসার পর মৃত্যুর কারণ স্পষ্ট হবে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার জানিয়েছেন, “আমরা ১১২ নম্বরে একটি ফোন পাই। দাঁড়ানো একটি গাড়ি থেকে দুই শিশুকে উদ্ধার করা হয়েছে। তাদের বয়স ৫ থেকে ১০ বছরের মধ্যে। ঘটনার তদন্ত শুরু হয়েছে। গাড়িটি কার তা খতিয়ে দেখা হচ্ছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ