সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুজরাটের সুরাটে একটি বস্ত্র কারখানায় ভয়াবহ বিস্ফোরণ। সোমবার এই ঘটনায় মৃত্যু হয়েছে ২ জনের। আহতের সংখ্যা অন্তত ২০।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন বিকেলে সুরাটের জোলভা গ্রামের ওই বস্ত্র কারখানাটিতে বেশ কয়েকজন শ্রমিক কাজ করছিলেন। সেই সময়ে সেখানে রাখা একটি রাসায়নিক ড্রামে আচমকা বিস্ফোরণ হয়। বিকট শব্দে কেঁপে ওঠে গোটা এলাকা। তারপরই কারখানাটিকে আগুন লেগে যায়। গল গল করে বেরোতে থাকে কালো ধোঁয়া। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং দমকলের ১০টি ইঞ্জিন। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে এলাকায়। জানা গিয়েছে, এই ঘটনার জেরে অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হয় ২ শ্রমিকের। আহতের সংখ্যা অন্তত ২০। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। দমকল সূত্রে খবর, দীর্ঘক্ষণ চেষ্টার নিয়ন্ত্রণে আসে আগুন। তবে অগ্নিকাণ্ডের জেরে কারখানায় ক্ষয়ক্ষতির পরিমাণ এখনও জানা য়ায়নি। পাশাপাশি, কী কারণে ওই রাসায়নিক ড্রামে বিস্ফোরণ হল, তা-ও এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই গোটা ঘটনার শুরু হয়েছে।
STORY | Two workers killed, 20 injured as blast triggers fire at textile unit in Gujarat
At least two workers were killed and 20 others were injured after an explosion triggered a fire at a textile processing unit in Surat district of Gujarat on Monday, officials said
READ:…
— Press Trust of India (@PTI_News)
এ প্রসঙ্গে জেলাশাসক ভি কে পিপালিয়া বলেন, “প্রাথমিকভাবে জানা গিয়েছে, কারখানাতে থাকা একটি রাসায়নিক ড্রামে বিস্ফোরণ হয়। তারপরই সেখানে আগুন লেগে যায়। কিন্তু কী কারণে এই বিস্ফোরণ হল, তা এখনও জানা যায়নি।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.