Advertisement
Advertisement

Breaking News

Jammu and Kashmir

কাশ্মীরে নাশকতার ছক বানচাল, শোপিয়ানে পাকড়়াও ২ জঙ্গি, উদ্ধার প্রচুর অস্ত্র

পহেলগাঁও হামলার পর থেকেই ভূস্বর্গে জঙ্গি দমন অভিযান গতি পেয়েছে।

2 Hybrid Terrorist Arrested With Weapons In Jammu and Kashmr
Published by: Kishore Ghosh
  • Posted:May 29, 2025 12:09 pm
  • Updated:May 29, 2025 12:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কাশ্মীরে নাশকতার ছক বানচাল। শোপিয়ান জেলায় অভিযান চালিয়ে ২ লস্কর জঙ্গিকে গ্রেপ্তার করল সেনা ও পুলিশের যৌথবাহিনী। তাদের কাছ থেকে প্রচুর অস্ত্র উদ্ধার হয়েছে। নিরাপত্তারক্ষীদের মতো সাম্প্রতিক ভারত-পাক উত্তেজনার আবহে দুই জঙ্গির গ্রেপ্তারি ও অস্ত্র উদ্ধার বড় সাফল্য।

জম্মু ও কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, এদিন শোপিয়ান জেলার বাসকুচান ইমাম সাহেবে যৌথ ভাবে অভিযান চালায় ৪৪ রাষ্ট্রীয় রাইফেল, সিআরপিএফের ১৭৮ ব্যাটিলিয়ন এবং পুলিশ। দুই জঙ্গির কাছ থেকে উদ্ধার হয়েছে, দুটি একে ৫৬ রাইফেল, ৪টি ম্যাগাজিন, ১০২ রাউন্ড গুলি এবং হ্যান্ড গ্রেনেড।

গত ২২ এপ্রিল পহেলগাঁওয়ে ২৬ পর্যটককে হত্যা করে লস্করে সঙ্গী সংগঠন টিআরএফের জঙ্গিরা। পালটা পাকিস্তান ও পিওকেতে অপারেশন সিঁদুর চালায় ভারত। প্রতিবেশী দেশের সঙ্গে সংঘাতের এই আবহে ভূস্বর্গে জঙ্গি দমন অভিযান গতি পেয়েছে। গত কয়েক সপ্তাহে উপত্যকার একাধিক জেলায় অভিযান চালিয়ে জঙ্গি নিকেশ করেছে সেনা, সিআরপিএফ এবং পুলিশ। কোণঠাসা অবস্থায় প্রত্যাঘাতের সুযোগ খুঁজছে সন্ত্রাসবাদীরা। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement