Advertisement
Advertisement
Madhya Pradesh

মধ্যপ্রদেশে কুবেরেশ্বর ধামে মাত্রাছাড়া ভিড়, হুড়োহুড়িতে পদপিষ্ট হয়ে মৃত্যু দুই মহিলার, আহত ১০

সেহোর জেলায় কুবেরেশ্বর ধামে ভয়ংকর দুর্ঘটনা।

2 Killed and Several Injured In Stampede At Kubereshwar Dham In Madhya Pradesh
Published by: Kishore Ghosh
  • Posted:August 5, 2025 2:35 pm
  • Updated:August 5, 2025 5:39 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মধ্যপ্রদেশের সেহোর জেলায় কুবেরেশ্বর ধামে ভয়ংকর দুর্ঘটনা। ভক্তদের ভিড়ে হুড়োহুড়ির জেরে পদপিষ্ট হয়ে মৃত্যু হল দুই মহিলার। আহত হয়েছেন ১০ জনেরও বেশি। তাঁদের তড়িঘড়ি সরকারি জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে। দুই আহতের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে।

Advertisement

বুধবার কুবেরেশ্বর মন্দির থেকে কানওয়ার যাত্রা বার হওয়ার কথা রয়েছে। পণ্ডিত প্রদীপ মিশ্রের নেতৃত্বে ওই যাত্রার আয়োজন করা হয়েছে। এমনিতেই প্রতি বছর শ্রাবণ মাসে কুবেরেশ্বর মন্দিরে পুণ্যার্থীদের ঢল নামে, কাঁওয়ার যাত্রার কারণে তা কয়েক গুণ বেড়ে যায়। এর ফলেই বিপদ ঘটেছে বলে মনে করা হচ্ছে। সোমবার থেকেই ভিড় বাড়ছিল। মঙ্গলবার তা প্রশাসনের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। তার জেরে হুড়োহুড়ির সময় পদপিষ্ট হন অনেকে। তাঁদের মধ্যে দুই মহিলার মৃত্যু হয়। আরও ১০ জনকে হাসপাতালে ভর্তি করতে হয়েছে।

এই প্রথম নয়, ২০২৩ সালের ১৬ ফেব্রুয়ারি একই ধরনের ঘটনা ঘটেছিল কুবেরেশ্বর মন্দিরে। সেবার শিব মহাপুরাণ কথা এবং রুদ্রাক্ষ মহোৎসবের সময় পদপিষ্টে এক মহিলার মৃত্যু হয়েছিল। শতাধিক আহতকে হাসপাতালে ভর্তি করতে হয়েছিল। ওই ঘটনায় তিন জন মহিলা নিখোঁজ হন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ