Advertisement
Advertisement
Delhi

দিল্লির একটি আবাসনে বিধ্বংসী আগুন, ঝলসে মৃত ২

ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন।

2 killed as fire breaks out at Delhi residential building
Published by: Subhodeep Mullick
  • Posted:June 9, 2025 1:08 pm
  • Updated:June 9, 2025 1:22 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: দিল্লির একটি আবাসনে বিধ্বংসী আগুন। রবিবার রাতের এই ঘটনায় মৃত্যু হয়েছে অন্তত ২ জনের। অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে ভর্তি আরও কয়েকজন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, আবাসনটির নিচে গাড়ির একটি চার্জিং স্টেশন ছিল। সেখানই প্রথম আগুন লাগে। তারপর তা গোটা আবাসনে ছড়িয়ে পড়ে।

Advertisement

পুলিশ সূত্রে খবর, রবিবার রাত সাড়ে এগারোটা নাগাদ দিলশাদ গার্ডেন এলাকার ওই আবাসনটিতে আচমকা আগুন লেগে যায়। কালো ধোঁয়ায় ঢাকে গোটা এলাকা। খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছয় দমকলের পাঁচটি ইঞ্জিন। প্রায় তিন ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। ঘটনায় মৃত্যু হয়েছে দু’জনের। আহত হয়েছেন বেশ কয়েকজন। তাঁদের উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তাঁরা চিকিৎসাধীন। আবাসনটির নিচে গাড়ির একটি চার্জিং স্টেশন ছিল। মনে করা হচ্ছে, সেখানে শর্ট সার্কিটের কারণে প্রথম আগুন লাগে। তারপর তা গোটা আবাসনে ছড়িয়ে পড়ে। চার্জিং স্টেশনটির কাছে বেশ কিছু গাড়ি এবং স্কুটার রাখা ছিল। আগ্নিকাণ্ডের জেরে সেগুলি সবই পুড়ে গিয়েছে বলে খবর।

দমকল আধিকারিক অনুপ সিং বলেন, “প্রায় দু’ঘণ্টার চেষ্টায় নিয়ন্ত্রণে আসে আগুন। কিন্তু ২ জনকে বাচাঁনো সম্ভব হয়নি। চার্জিং স্টেশন থেকেই আগুন ছড়িয়েছিল বলে মনে করা হচ্ছে। আবাসনের নিচে দাঁড়িয়ে থাকা বেশ কিছু গাড়ি এবং বাইক সম্পূর্ণ পুড়ে গিয়েছে।”

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement