প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গরুর সঙ্গে যৌনতার অভিযোগ। মধ্যপ্রদেশের দুই পৃথক ঘটনায় গ্রেপ্তার দু’জন। ঘটনার ভিডিও ভাইরাল হতেই নড়েচরে বসে পুলিশ। খোদ বিজেপি শাসিত রাজ্যে গোমাতার সঙ্গে নারকীয় অত্যাচারের ঘটনায় নিন্দার ঝড় সর্বত্র (যদিও এই ভিডিওগুলোর সত্যতা যাচাই করেনি সংবাদ প্রতিদিন ডিজিটাল)। এনিয়ে প্রশ্ন উঠছে মুখ্যমন্ত্রী মোহন যাদবের সরকারের দিকে।
জানা গিয়েছে, ঘটনা দুটি ঘটে ইন্দোর ও মন্দসৌর জেলায়। ইন্দোরের অভিযুক্তের নাম বিজয় আহিরওয়ার। তার বিরুদ্ধে পশু আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে। সে ইন্দোরের একটি কারখানার কর্মী। ভাইরাল হওয়া ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত বিজয়কে গ্রেপ্তার করে পুলিশ। এনিয়ে অতিরিক্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ রাজেশ দন্ডোটিয়া জানান, অভিযুক্তের বিরুদ্ধে প্রাণীর প্রতি অপরাধ দমন আইনে মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, মন্দসৌর জেলার ঘটনাও ভাইরাল হতেই নিন্দার ঝড় ওঠে। দ্বিতীয় অভিযুক্তর নাম দ্বারকা গোস্বামী। পুলিশ সূত্রের খবর, দ্বারকা সোমবার তার কাকার গোয়ালঘরে গিয়ে গরুর সঙ্গে সঙ্গমে লিপ্ত হয়। স্থানীয় এক ব্যক্তি এই কুকীর্তি দেখে ফেলেন এবং ভিডিও করেন। পরে তা পোস্ট করেন সোশাল মিডিয়ায়। মঙ্গলবার দ্বারকাকে গ্রেপ্তার করে পুলিশ। এই দুই ঘটনা প্রকাশ্যে আসতেই গোরক্ষক এবং একাধিক হিন্দু সংগঠন তীব্র নিন্দা জানিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.