Advertisement
Advertisement
Rudraprayag

রুদ্রপ্রয়াগে ভূমিধস, প্রাণ গেল দুই ডুলি বাহকের, ভাগ্যের জোরে প্রাণে বাঁচলেন তীর্থযাত্রী

আজ, বুধবার সকাল ১১টা ২০ নাগাদ রুদ্রপ্রয়াগের জঙ্গলচট্টি ঘাটের কাছে ভূমিধসের ঘটনা ঘটে।

2 pilgrims died after huge landslide at Rudraprayag
Published by: Subhankar Patra
  • Posted:June 18, 2025 5:16 pm
  • Updated:June 18, 2025 6:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: কেদারনাথের পথে দুর্ঘটনা! রুদ্রপ্রয়াগে ভূমি ধসের জেরে পাথরের আঘাতে মৃত্যু দুই ডুলি বাহকের। আহত হয়েছেন কম করে আরও তিনজন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ ও পুলিশ আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকার্য। আহতদের গৌরীকুণ্ডের হাসপাতালে ভর্তি করা হয়েছে। সেখানেই তাঁরা চিকিৎসাধীন।

জানা গিয়েছে, আজ, বুধবার সকাল ১১টা ২০ নাগাদ রুদ্রপ্রয়াগের জঙ্গলচট্টি ঘাটের কাছে ভূমিধসের ঘটনা ঘটে। তার জেরে বড় বড় পাথর পাহাড়ের ঢাল বেয়ে কেদারনাথগামী তীর্থযাত্রী ও তাঁদের নিয়ে যাওয়া ডুলি বাহকদের উপর পড়ে। যার জেরে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে দুই ডুলি বাহকের মৃত্যু হয়েছে। আহত তিনজন।

রুদ্রপ্রয়াগের পুলিশ সুপারিনটেনডেন্ট অক্ষয় প্রহ্লাদ কোন্ডে জানিয়েছেন, ঘটনার খবর পাওয়ার সঙ্গে ঘটনাস্থলে পৌঁছয় এসডিআরএফ ও পুলিশের আধিকারিকরা। শুরু হয় উদ্ধারকার্য। দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়েছে। বাকি তিনজনের মধ্যে রয়েছেন এক মহিলা। তার আঘাত গুরুতর নয়। তবে এক পুরুষের আঘাত গুরুতর। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন তিনি। এই ধসের জেরে সাময়িকভাবে যাত্রা কিছুক্ষণের জন্য বন্ধ করা হলেও, তা পুরোপুরি বন্ধ করা হয়নি। পুলিশি নিরাপত্তার মধ্য দিয়ে যাত্রা জারি রয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। 

রবিবারও এই জঙ্গলচট্টি এলাকায় দুর্ঘটনা ঘটে। সেই সময় এক পূণ্যার্থীর মৃত্যু হয়। দিনকয়েক আগে কেদারনাথধাম থেকে গুপ্তকাশীর দিকে যাওয়ার পথে একটি হেলিকপ্টার ভেঙে পড়ে। সেই ঘটনায় সাত জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছিল। এবার ভূমিধসে ২ জনের মৃত্যুর খবর এল।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement