সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনার কবলে পড়ে মৃত্যু হল অন্ধ্রপ্রদেশের দুই শীর্ষ পুলিশ আধিকারিকের। পাশাপাশি আহত হয়েছেন আরও ২ জন। শনিবার ভোরে এই দুর্ঘটনা ঘটে তেলেঙ্গানার যাদাদ্রি ভুবনগিরি জেলার কাইথাপুরম গ্রামের কাছে। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ডিএসপি পদমর্যাদার মৃত দুই পুলিশ আধিকারিকের নাম চক্রধর রাও ও শান্তা রাও। ওই দুই ডিএসপির পাশাপাশি অতিরিক্ত এসপি এসপি কেভিএসএস প্রসাদকে এবং চালক নরসিমহা রাজু একটি স্করপিও গাড়িতে করে বিজয়ওয়াড়া থেকে হায়দরাবাদ যাচ্ছিলেন। পথে ওই গাড়ির সামনে থাকা একটি ট্রাক হঠাৎ ব্রেক কষলে স্করপিওটি নিয়ন্ত্রণ হারায়। সংঘর্ষ এড়াতে গাড়িটি একটি ডিভাইডারে ধাক্কা মেরে উলটো দিকের লেনে চলে যায়। সেই সময় হায়দরাবাদের দিক থেকে আসা আর একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় স্করপিওটির।
দুর্ঘটনার তীব্রতা এতটাই ছিল যে গাড়িটির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় চক্রধর রাও ও শান্তা রাওয়ের। গুরুতর আহত হন অতিরিক্ত পুলিশ সুপার কেভিএসএস প্রসাদ এবং চালক নরসিমহা রাজু। তড়িঘড়ি তাঁদের উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। ভয়ংকর এই দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রাচাকোন্ডা থানার পুলিশ। এটি নিছক দুর্ঘটনা নাকি এর পিছনে পরিকল্পিত ষড়যন্ত্র রয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.