Advertisement
Advertisement
Tamil Nadu

লেভেল ক্রসিংয়ে ট্রেনের ধাক্কা, ৫০ মিটার দূরে ছিটকে পড়ল স্কুল বাস! তামিলনাড়ুতে মৃত অন্তত ২ পড়ুয়া

আহতদের উদ্ধার করে হাতপাতালে ভর্তি করা হয়েছে।

2 students killed as train rams into school van in Tamil Nadu
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 8, 2025 10:57 am
  • Updated:July 8, 2025 10:57 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর কুড্ডালোর জেলায় ভয়াবহ দুর্ঘটনা। মঙ্গলবার সকালে রেললাইন পার হওয়ার সময় স্কুলবাসে ধাক্কা ট্রেনের। এই ঘটনায় অন্তত দু’জন পড়ুয়ার মৃত্যুর খবর মিলছে। তবে মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

Advertisement

এদিন সকাল সাতটা নাগাদ ৫ জন পড়ুয়াকে নিয়ে সেমাঙ্গুপ্পামের কাছে একটি লেভেল ক্রসিং পার করছিল বাসটি। সে সময়ই একটি ট্রেন এসে বাসে ধাক্কা মারে। দ্রুত গতিতে আসা ট্রেনের ধাক্কায় প্রায় ৫০ মিটার দূরে ছিটকে যায় বাসটি। তাছাড়া দ্রুত গতির ট্রেনের ধাক্কায় দুমড়ে মুচড়ে গিয়েছে বাসটি। দুর্ঘটনার পর স্থানীয়রা এসে উদ্ধারকাজ শুরু করেন। পরে ঘটনাস্থলে পৌঁছয় বিশাল সংখ্যক রেল পুলিশ। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই দুই পড়ুয়ার মৃত্যু হয়। গাড়ির চালক-সহ বাকি তিন পড়ুয়া অত্যন্ত সংকজনক অবস্থায় আইসিইউসে ভর্তি রয়েছেন।

রেল পুলিশ ও জেলা পুলিশ আধিকারিকদের শীর্ষ কর্তারা ঘটনাস্থলে পৌঁছেছেন। প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে, তাড়হুড়ো করে রেললাইন পেরোতে যাওয়াতেই এমন দুর্ঘটনা ঘটেছে। এদিকে লেভেল ক্রসিংয়ের প্রহরী ঘুমিয়ে পড়াতেই এমন দুর্ঘটনা বলে দাবি করেছেন স্থানীয়রা। দুর্ঘটনার পর ঘটনাস্থলেই বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয়রা। এই অবস্থায় রেলের উদাসীনতা নিয়েও সরব হয়েছেন অনেকে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ