Advertisement
Advertisement
Operation Trashi

ভূস্বর্গে ‘অপারেশন ত্রাসী’, কিস্তওয়ারে সেনার গুলিতে নিকেশ ২ জঙ্গি, শহিদ এক জওয়ান

জম্মু ও কাশ্মীরে দুই সপ্তাহে খতম ৮ জঙ্গি।

2 terrorists killed and one soldier died in Jammu and Kashmir
Published by: Kishore Ghosh
  • Posted:May 22, 2025 12:19 pm
  • Updated:May 22, 2025 4:43 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বৃহস্পতিবার সকাল থেকে জম্মু ও কাশ্মীরের কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় শুরু হয়েছিল সেনা-জঙ্গি গুলির লড়াই। শেষ পাওয়া খবর অনুযায়ী, সেনার গুলিতে নিকেশ হয়েছে দুই জঙ্গি। শহিদ হয়েছেন এক জওয়ান। গোপন সূত্রে খবর পেয়ে এলাকায় হানা দিয়েছিল নিরাপত্তাবাহিনী। অভিযানের নাম দেওয়া হয় ‘অপারেশেন ত্রাসী’ (Operation Trashi)। সেই অভিযানে সাফল্য এল। উল্লেখ্য়, এই নিয়ে কাশ্মীর উপত্য়কায় দুই সপ্তাহে ৮ জঙ্গিকে খতম করল সেনা। 

Advertisement

পহেলগাঁওয়ে হামলা পর থেকেই ভূস্বর্গে জঙ্গি নিকেশে একের পর এক অভিযান চালাচ্ছে সেনা। ‘জিরো টলারেন্স’ নীতি নিয়ে শিকড় থেকে সন্ত্রাসবাদকে উপড়ে ফেলতে ‘অপারেশন ত্রাসী’ চালানো হয়। এদিন সকাল ৭টা নাগাদ কিস্তওয়ার জেলার সিংপোরা এলাকায় যৌথ অভিযান চালায় প্যারা এসএফ, সেনার ১১আরআর, অসম রাইফেলস এবং এসওজি। প্রথামিকভাবে খবর ছিল, লুকিয়ে রয়েছে তিন থেকে চার জন জঙ্গির একটি দল। গোটা এলাকা ঘিরে অভিযান শুরু হয়। তখনই পালটা গুলি ছোড়ে জঙ্গিরা। তাতেই নিহত হয়েছে দুই জঙ্গি। অন্যদিকে জঙ্গিদের খোঁজে অভিযান এখনও অব্যাহত রয়েছে বলেই খবর।

পহেলগাঁওয়ে ২৬ জন ভারতীয়কে হত্যার পর পালটা ৬ মে পিওকে এবং পাকিস্তানে ‘অপারেশন সিঁদুর’ চালায় ভারতীয় সেনা। গুঁড়িয়ে দেওয়া হয় জঙ্গি প্রশিক্ষণ শিবিরগুলি। যার পর ভারত-পাক সংঘর্ষ বাঁধে। যদিও পাকিস্তানের অনুরোধে সংঘর্ষবিরতিতে রাজি হয় ভারত। একই সঙ্গে পহেলগাঁও কাণ্ডে জড়িত জঙ্গিদের খোঁজও জারি রয়েছে। যদিও এখনও পর্যন্ত হদিশ মেলেনি তাদের।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement