Advertisement
Advertisement
Chhattisgarh

মাওবাদী হামলায় রক্তাক্ত ছত্তিশগড়! পুলিশের চর সন্দেহে খুন দুই গ্রামবাসীকে

মাওবাদীদের খোঁজে চলছে তল্লাশি।

2 villagers killed in Naxalite attack in Chhattisgarh
Published by: Subhodeep Mullick
  • Posted:July 21, 2025 5:54 pm
  • Updated:July 21, 2025 5:54 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও-দমন অভিযানের মাঝেই ফের রক্তাক্ত ছত্তিশগড়। পুলিশের চর সন্দেহে দুই নিরীহ গ্রামবাসীকে খুনের অভিযোগ উঠল মাওবাদীদের বিরুদ্ধে। সোমবার খবরটি প্রকাশ্যে এনেছে পুলিশ।

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার রাতে ছত্তিশগড়ের বিজাপুর জেলার ছুটওয়াই গ্রামে ধারাল অস্ত্র নিয়ে হামলা চালায় একদল মাওবাদী। অভিযোগ, পুলিশের চর সন্দেহে দুই গ্রামবাসীকে কুপিয়ে খুন করে তারা। মৃতরা হলেন কাওয়াসি জোগা (৫৫) এবং মংলু কুরসাম (৫০)। প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, মাওবাদীরা সাধারণ পোশাকে এসেছিল। ফলে তাদের চিনতে পারেননি গ্রামবাসীরা। হামলার পর তারা জঙ্গলের দিকে চলে যায় বলে স্থানীয় সূত্রে খবর। তাঁদের খোঁজে ইতিমধ্যেই শুরু হয়েছে তল্লাশি। এ প্রসঙ্গে বিজাপুরের অতিরিক্ত পুলিশ সুপার চন্দ্রকান্ত গবর্ণ বলেন, “এলাকায় তল্লাশি অভিযানের জন্য পুলিশের একাধিক দল পাঠানো হয়েছে। মাওবাদীদের খুঁজে বের করতে শুরু হয়েছে চিরুনি তল্লাশি।”

উল্লেখ্য, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপর থেকেই ছত্তিশগড়, অন্ধ্রপ্রদেশ, ঝড়খণ্ডের মতো মাওবাদী অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। পাশাপাশি দেশের বাকি অংশেও লাগাতার অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। অনুমান করা হচ্ছে, নিরাপত্তাবাহিনীর লাগাতার হামলার মুখে পড়ে পালটা গ্রামবাসীদের নিশানা করছে মাওবাদীরা।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement