Advertisement
Advertisement
Naxal

মহারাষ্ট্রে গুলির লড়াই, গড়চিরোলিতে নিকেশ ২ নকশাল নেত্রী

ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একে-৪৭ রাইফেল, পিস্তল, কার্তুজ এবং বিপুল পরিমাণ নকশাল মতাদর্শের পত্র-পত্রিকা।

2 women Naxal leaders died in firing in maharashtra

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 17, 2025 7:03 pm
  • Updated:September 17, 2025 7:03 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মাও দমনে বড়সড় সাফল্য নিরাপত্তাবাহিনীর। চার মাসে তিন মাও কেন্দ্রীয় কমিটির নেতাকে নিকেশ করার পর এবার খতম দুই নকশাল নেত্রী। মহারাষ্ট্রের গড়চিরোলি জেলায় বুধবার সকালে গুলির লড়াইয়ে নিকেশ হয় তারা।

Advertisement

জানা গিয়েছে, গড়চিরোলি পুলিশের কাছে খবর আসে, গাট্টা জাম্বিয়া থানার আওতায় থাকা একটি জঙ্গলে লুকিয়ে রয়েছে মাওবাদীরা। এরপরেই অভিযান চালায় সি-৬০ কমান্ডো, সিআরপিআপ ও পুলিশের যৌথবাহিনী। অভিযানের নেতৃত্বে ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার সত্য সাই কার্ত্তিক।

জানা গিয়েছে, বুধবার সকালে এলাকা ঘিরে ফেলে যৌথবাহিনী। তল্লাশি শুরু হতেই গুলি চালাতে শুরু করে নকশালরা। উত্তর দেয় সি-৬০ বাহিনী। গুলির লড়াইয়ের পরে ঘটনাস্থল থেকে দুই নকশাল নেত্রীর দেহ উদ্ধার করে নিরাপত্তাবাহিনী। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে একটি একে-৪৭ রাইফেল, একটি পিস্তল, কিছু কার্তুজ এবং বিপুল পরিমাণ নকশাল মতাদর্শের পত্র-পত্রিকা। পুলিশ জানিয়েছে, এলাকাজুড়ে চিরুনি তল্লাশি চলছে।

কিছুদিন আগেই, ঝাড়খণ্ডে মাও-দমন অভিযানে সাফল্য পায় নিরাপত্তাবাহিনী। নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় মাওবাদী নেতা মুখদেব যাদবের। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয় প্রচুর অস্ত্রশস্ত্রও।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ