সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মোবাইল ফোনে রিল বানাতে গিয়ে বিপত্তি! ১৩ তলা থেকে পড়ে মৃত্যু হল এক তরুণীর। মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরুতে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি বছর কুড়ির ওই তরুণী বন্ধুদের সঙ্গে পার্টি করতে ওই বহুতলের ছাদে ওঠেন। কিন্তু কিছুক্ষণ পরই সেখানে একটি ছেলের সঙ্গে তাঁর বচসা বাঁধে। জানা যায়, প্রেমঘটিত কারণেই এই বচসার সূত্রপাত। অবশেষে হতাশ হয়ে তরুণী মোবাইলে রিল বানাতে শুরু করেন। আর তখনই ঘটে যায় অঘটন। অসাবধনতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তিনি। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। তারপরই এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। দেহটি উদ্ধার করে ইতিমধ্যেই ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ সূত্রে খবর, ওই তরুণী বিহারের বাসিন্দা ছিলেন। কিছু বছর আগে কর্মসূত্রে বেঙ্গালুরুতে আসেন। শহরের একটি শপিং মলে তিনি কর্মরত ছিলেন। ঘটনার পর তাঁর বন্ধুরা সেখান থেকে চম্পট দেন। এখনও পর্যন্ত তাঁদের কোনও খোঁজ পাওয়া যায়নি।
পুলিশের এক আধিকারিক বলেন, “বহুতলের ছাদে পার্টি চলছিল। অসাবধনতাবশত পা পিছলে ছাদ থেকে নিচে পড়ে যান তরুণী। ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়। ঘটনার পর থেকে পলাতক তাঁর বন্ধুরা। তাঁদের খোঁজ চলছে। একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.