Advertisement
Advertisement
Delhi

শনিবার থেকে লাগাতার বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি! ঝোড়ো হওয়ায় ২০০-র বেশি বিমান ওঠানামায় সমস্যা

রবিবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস আবহাওয়া দপ্তরের।

200 flights were affected due to a strong storm in Delhi
Published by: Subhankar Patra
  • Posted:May 25, 2025 1:17 pm
  • Updated:May 25, 2025 1:23 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজধানীর জায়গায় জায়গায় বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়া। শনিবার থেকে রবিবার ভোর পর্যন্ত লাগাতার বর্ষণের জেরে বিপর্যস্ত দিল্লি। জলে ডুবেছে রাস্তা। আটকে পড়ছে গাড়ি। উলটে গিয়েছে গাছ। সড়ক পথের পাশাপাশি আকাশপথেও সমস্যা তৈরি হয়েছে। তার জেরে ২০০-র বেশি বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। প্রায় ৪৯টি বিমানের যাত্রাপথ ঘুরিয়ে দেওয়া হয়েছে।

Advertisement

শনিরার রাত থেকেই দিল্লিতে বৃষ্টি শুরু হয়েছে। আইএমডির সর্বশেষ তথ্য অনুসারে, গত রাত ২টার দিকে সফদরজং (বিমানবন্দর) এ বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ৮২ কিমি প্রতিঘণ্টায়। প্রগতি ময়দান এলাকায় ৭৬ কিমি বেগে ঝোড়ো বাতাস বইছে। তার জেরেই এই বিমান ওঠানামায় সমস্যা তৈরি হয়েছে। দিল্লি বিমানবন্দরের তরফে নির্দেশিকাও জারি করা হয়েছে। তাতে বলা হয়েছে, দুর্যোগপূর্ণ আবহাওয়ার জেরে কিছু বিমান ওঠানামায় প্রভাব পড়েছে। যাত্রীদের অনুরোধ করা হচ্ছে সফরের আগে তাঁরা যেন বিমান সংস্থার সঙ্গে যোগাযোগ করেন।

বিমান ওঠানামার সমস্যার সঙ্গে বিমানবন্দরের দিকের আন্ডারপাসগুলোতে জল জমে যাওয়ার কারণে বেশ কয়েকটি গাড়ি আটকে থাকতে দেখা গিয়েছে। বৃষ্টিপাতের জেরে মিন্টো রোডে জল জমে যায় একটি গাড়ি ডুবে যায়। দিল্লি-সহ এনসিআর এলাকাতেও বৃষ্টি ও ঝড় হয়েছে। রবিবার দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ