সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বম্বে হাই কোর্টের রায়ে বেকসুর খালাস পেয়েছিলেন তিনি। শুরু হয়েছিল খান পরিবারে উৎসব।
অন্য দিকে, দেশ উত্তাল হয়েছিল প্রতিবাদে আর ব্যঙ্গে। প্রশ্ন উঠেছিল বিচার ব্যবস্থার সারবত্তা নিয়েও!
এবার সেই ছবিটা পুরোপুরি ঘুরে গেল। সলমন খানের বিরুদ্ধে চলা ২০০২ সালের হিট অ্যান্ড রান মামলা ফের উঠল আদালতে। এবার সুপ্রিম কোর্টে। বম্বে হাই কোর্টের রায়ের বিরুদ্ধে স্বীকৃত হল মহারাষ্ট্র সরকারের আপিল।
জানা গিয়েছে, সলমন খান এবং পরিবারের তরফে আর্জি জানানো হয়েছিল মামলার দ্রুত নিষ্পত্তির জন্য! সেই জন্য তাঁরা ফাস্ট ট্র্যাক কোর্টে মামলাটির শুনানির আবেদন জানিয়েছিলেন।
কিন্তু, খান পরিবারের সেই আর্জি খারিজ করে দিয়েছে সর্বোচ্চ আদালত। বিচারপতি খেহরের বেঞ্চ জানিয়েছে, যদি মামলাটির দ্রুত নিষ্পত্তি চান খান পরিবার, তবে যেন তাঁরা সরাসরি দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতির দ্বারস্থ হন!
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.