Advertisement
Advertisement
Manipur

রাজ্যে শান্তি স্থাপনে গঠিত হোক ‘জনপ্রিয় সরকার’, মোদিকে চিঠি মণিপুরের ২১ বিধায়কের

গত ১৩ ফেব্রুয়ারি থেকে মণিপুরে রাষ্ট্রপতি শাসন চলছে।

21 Manipur MLAs Write To PM Modi and Ask for
Published by: Kishore Ghosh
  • Posted:April 30, 2025 6:47 pm
  • Updated:April 30, 2025 7:10 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জাতিহিংসার মণিপুরে বর্তমানে রাষ্ট্রপতি শাসন চলছে। এই পরিস্থিতিতে মণিপুরের ২১ এনডিএ বিধায়ক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে চিঠি লিখে ‘জনপ্রিয় সরকার’ গঠনের আর্জি জানালেন। তাঁদের দাবি, এই পদক্ষেপে রাজ্যে শান্তি ও স্বাভাবিকতা ফিরে আসবে।

২০২৩-এর মে মাস থেকে কুকি ও মেইতেই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষ চলছে উত্তরপূর্বের রাজ্যে। হিংসায় এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬০ জনের। ঘরছাড়া হাজার হাজার মানুষ। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণে ব্যর্থ মণিপুরের মুখ্যমন্ত্রী এন বিরেন সিং পদত্যাগ করেছেন। এরপর গত ১৩ ফেব্রুয়ারি মণিপুরে রাষ্ট্রপতি শাসন লাগু হয়। যদিও এবার মোদিকে চিঠি লিখলেন ১৩ বিজেপি বিধায়ক, ৩ ন্যাশনাল পিপল পার্টি বিধায়ক, ৩ জন নাগা পিপলস ফ্রন্ট বিধায়ক এবং ২ জন নির্দল বিধায়ক।

২১ বিধায়কের বক্তব্য, “মণিপুরের জনগণ রাষ্ট্রপতি শাসনকে স্বাগত জানিয়েছে অনেক আশা এবং প্রত্যাশা নিয়ে। তিন মাস হতে চলেছে। যদিও শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার জন্য এখনও পর্যন্ত কোনও পদক্ষেপ দেখা যায়নি।” চিঠিতে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, “রাজ্যে আবার সহিংসতা দেখা দিতে পারে, জনগণের মধ্যে তীব্র আতঙ্ক তৈরি হয়েছে। অনেক নাগরিক সংগঠন রাষ্ট্রপতি শাসন জারির বিরুদ্ধে প্রকাশ্যে সরব হয়েছে। একটি জনপ্রিয় সরকার প্রতিষ্ঠার দাবি জানাচ্ছে তারা।”

বিধায়কদের আরও বক্তব্য, সাধারণ মানুষ বলাবলি করছে, বিধায়করা কেন ‘জনপ্রিয় সরকার’ গঠনের দাবি জানাচ্ছেন না। জানা গিয়েছে, ২৯ এপ্রিল আনুষ্ঠানিক ভাবে বিধায়কদের চিঠি গ্রহণ করে প্রধানমন্ত্রীর দপ্তর। যে চিঠিতে বলা হয়েছে, “আমরা মনে করি মণিপুরে শান্তি ও স্বাভাবিকতা ফিরিয়ে আনার একমাত্র উপায় হল একটি ‘জনপ্রিয় সরকার’ প্রতিষ্ঠা করা।”

এখনও পর্যন্ত এই বিষয়ে কেন্দ্রের তরফে জবাব মেলেনি। যদিও মণিপুর কংগ্রেসের প্রধান কেইশাম মেঘচন্দ্র সিং রাজ্যপালকে এড়িয়ে কেন্দ্রকে চিঠি লেখার জন্য ২১ জন বিধায়কের সমালোচনা করেছেন।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement