Advertisement
Advertisement
Karnataka

তৃতীয় স্ত্রীকে হত্যা করে ব্যাগবন্দি দেহ! দুই দশক পর গ্রেপ্তার ৭২-এর বৃদ্ধ

হত্যাকাণ্ডের সময় অভিযুক্তের বয়স ছিল ৪৯ বছর।

22 Years later Karnataka man arrested by police for murder case

গ্রেপ্তারির পর হনুমন্তাপ্পা।

Published by: Amit Kumar Das
  • Posted:June 27, 2025 1:59 pm
  • Updated:June 27, 2025 1:59 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: স্ত্রীকে খুন করে ২২ বছর ধরে পালিয়ে বেড়ানোর পর অবশেষে গ্রেপ্তার ৭২ বছর বয়সি বৃদ্ধ। কর্নাটকের কোপ্পাল জেলার বাসিন্দা অভিযুক্ত ওই বৃদ্ধের নাম হনুমন্তাপ্পা। হত্যাকাণ্ডের সময় তাঁর বয়স ছিল ৪৯ বছর। অভিযুক্তকে গ্রেপ্তারের পর নৃশংস সেই হত্যাকাণ্ডের রহস্যজট ছাড়াতে তৎপর হয়েছে গঙ্গাবতী টাউন থানার পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, এই হত্যাকাণ্ড ঘটে ২০০২ সালে। বাসের মধ্যে থেকে উদ্ধার হয় এক মহিলার বস্তাবন্দি দেহ। ঘটনার তদন্তে নেমে জানা যায়, মৃত মহিলার নাম রেণুকাম্মা। তিনি হনুমন্তাপ্পার তৃতীয় পক্ষের স্ত্রী ছিলেন। ঘটনার তদন্তে নেমে অভিযুক্তের খোঁজ শুরু করে পুলিশ। যদিও তাঁর কোনও হদিশ মেলেনি। গত ২২ বছরে পুলিশের চোখে ধুলো দিয়ে নতুন জীবন শুরু করে অভিযুক্ত। দীর্ঘ বছর পর পুলিশের কাছে খবর আসে অভিযুক্ত হনুমন্তাপ্পা রায়চুর জেলায় হলাধল গ্রামে নিজের বাড়িতে ফিরেছে। তৎক্ষণাৎ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে গ্রেপ্তার করে পুলিশ।

প্রাথমিক তদন্তে পুলিশের দাবি, গত ২২ বছর ধরে রাজ্যের বিভিন্ন জায়গায় পালিয়ে বেড়াচ্ছিলেন হনুমন্তাপ্পা। নতুন করে গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। পাশাপাশি জানার চেষ্টা চলছে, এই হত্যাকাণ্ড ও পরে গ্রেপ্তারি এড়াতে অভিযুক্ত কার কার সাহায্য নিয়েছিলেন। তাঁর পরিবারের সদস্যদের পাশাপাশি স্থানীয়দেরও জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তদন্তকারীদের তরফে জানানো হয়েছে শীঘ্রই অভিযুক্তকে আদালতে পেশ করা হবে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement