Advertisement
Advertisement
Himachal Pradesh

প্রকৃতির রুদ্ররোষ! দুর্যোগে এক মাসে হিমাচলে মৃত্যু ২৯৮ জনের, প্রকাশ্যে ভয়াবহ রিপোর্ট

বেশিরভাগেরই মৃত্যুর কারণ অতি বৃষ্টির জেরে ভূমিধস, হড়পা বান।

298 people dead since onset of monsoon in Himachal Pradesh
Published by: Amit Kumar Das
  • Posted:August 24, 2025 7:22 pm
  • Updated:August 24, 2025 7:22 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: প্রকৃতির খামখেয়ালিপনায় নাকাল হিমাচলবাসী। বর্ষার মরসুমের শুরু থেকে অর্থাৎ ২০ জুন থেকে এখনও পর্যন্ত শুধুমাত্র হিমাচল প্রদেশের প্রাকৃতিক দুর্যোগের জেরে মৃত্যু হয়েছে ২৯৮ জনের। রবিবার এই তথ্য প্রকাশ্যে আনল রাজ্যের বিপর্যয় মোকাবিলা দপ্তর।

Advertisement

রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তথ্য অনুযায়ী, এখনও পর্যন্ত যে ২৯৮ জনের মৃত্যু হয়েছে তার মধ্যে ১৫২ জনের মৃত্যুর কারণ অতি বৃষ্টির জেরে ভূমিধস, হড়পা বান। বেশিরভাগ ক্ষেত্রেই দেখা গিয়েছে হড়পা বানে ভেঙে গিয়েছে ঘরবাড়ি। বাকি ১৪৬ জনের মৃত্যু হয়েছে গাড়ি দুর্ঘটনায়। এর নেপথ্যেও পরক্ষে রয়েছে অতিবৃষ্টি। রাস্তাঘাট ক্ষতিগ্রস্ত হয়ে দুর্ঘটনার কবলে পড়েছে গাড়ি। রিপোর্টে বলা হয়েছে, গত একমাসে এই বৃষ্টির ফলে হিমাচল প্রদেশের পরিকাঠামো ব্যবস্থা কার্যত ভেঙে পড়েছে। ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ৪০০-র বেশি রাস্তা। এর সঙ্গে দুটি জাতীয় সড়ক অবরুদ্ধ হয়ে পড়েছে। ৫১টি জায়গায় পানীয় জলের পরিষেবা সম্পূর্ণ বন্ধ হয়ে গিয়েছে।

শুধুমাত্র মান্ডি জেলায় ২২০টি রাস্তা ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। কুল্লুতে ৩০৫নং জাতীয় সড়কের সঙ্গেই ১০১টি রাস্তা বন্ধ। বিচ্ছিন্ন হয়ে পড়েছে বাঞ্জার ও বালিকচকের মতো জায়গাগুলি। চম্বলে ২৪টি রাস্তা বন্ধ। এছাড়া কাংড়া, উনা, সিমলা-সহ একাধিক জেলার বহু রাস্তা ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু তাই নয়, বিদ্যুৎ পরিষেবাও বহু জায়গায় ক্ষতিগ্রস্ত হয়েছে। পানীয় জলের পরিষেবাও বন্ধ হয়ে গিয়েছে বহু জায়গায়। গুরুতর এই পরিস্থিতি সামাল দিতে কোমর বেঁধে নেমেছে প্রশাসন। তবে সেখানেও বাঁধ সেধেছে বৃষ্টি।

রাজ্য বিপর্যয় মোকাবিলা দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, কোথাও বিদ্যুতের তার খোলা অবস্থায় থাকলে অবিলম্বে প্রশাসনকে খবর দেওয়ার জন্য। বিশেষ প্রয়োজন ছাড়া দূরে সফর না করার পরামর্শ দেওয়া হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ