সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গুগল ম্যাপ অনুসরণ করে বিপত্তি! রাজস্থানে যাত্রী সমেত নদীতে পড়ল একটি চারচাকা গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের ৪ সদস্যের।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গাড়িটিতে মোট ন’জন যাত্রী ছিলেন। গত মঙ্গলবার পরিবারটি ভিলওয়ারার একটি মন্দির থেকে ফিরছিলেন। সেই সময় জিপিএস দেখে চালক গাড়িটিকে একটি সেতুর উপর নিয়ে যায়। কিন্তু সেতুটি বহু মাস ধরেই বন্ধ। গাড়িটি সেতুটির উপর উঠতেই আটকে যায়। এর কিছুক্ষণ পর হঠাৎ সেটি নিচে খরস্রোতা নদীতে গিয়ে পড়ে যায়। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লাগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ এবং উদ্ধারকারী দল। পুলিশ সূত্রে খবর, দীর্ঘক্ষণ চেষ্টার পর ৪ জনের দেহ উদ্ধার হয়। বাকি পাঁচ জন কোনও মতে প্রাণ বাঁচাতে সক্ষম হন। তবে তাঁরা সামান্য আহত হয়েছেন।
পুলিশের এক আধিকারিক বলেন, “গাড়িটি নদীতে পড়তেই যাত্রীরা ছাদ ভেঙে বাইরে বেরোনোর চেষ্টা করেন। একজন সফল হন। ততক্ষণে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে উপস্থিত হয়ে গিয়েছিলেন। কোনও মতে পাঁচ জন রক্ষা পান। কিন্তু প্রাণ যায় বাকি চারজনের। দেহগুলিকে উদ্ধার করে ইতিমধ্যেই ময়বাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়েছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.