Advertisement
Advertisement
Jharkhand

মাথার দাম কোটি টাকা! ঝাড়খণ্ডে গুলির লড়াইয়ে খতম মাও কেন্দ্রীয় কমিটির নেতা

যৌথ অপারেশনে সহদেবের পাশপাশি খতম আরও দুই মাও নেতা।

3 maoist including 1 central committee leader killed in Jharkhand

ফাইল ছবি

Published by: Anustup Roy Barman
  • Posted:September 15, 2025 11:04 am
  • Updated:September 15, 2025 11:55 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ঝাড়খণ্ডে মাওবাদী দমনে ফের সাফল্য নিরাপত্তাবাহিনীর। সোমবার সকালে ঝাড়খণ্ডের হাজারিবাগে নিরাপত্তাবাহিনীর হাতে খতম মাওবাদীদের কেন্দ্রীয় কমিটির সদস্য সহদেব সোরেন ও তার দুই সঙ্গী। পূর্বভারতের অন্যতম মোস্ট ওয়ান্টেড মাওবাদী নেতা সহদেবের মাথার দাম ছিল ১ কোটি টাকা।

Advertisement

সোমবারের যৌথ অপারেশনে সহদেবের পাশপাশি খতম আরও দুই মাও নেতা, রঘুনাথ হেমব্রম এবং বিরসেন গঞ্জু। রঘুনাথ ওরফে চঞ্চল মাওবাদীদের বিহার-ঝাড়খণ্ড স্পেশাল এরিয়া কমিটির সদস্যা ছিল। তার মাথার দাম ছিল ২৫ লক্ষ টাকা। অন্যদিকে, দলের জোনাল কমিটির সদস্য, বিরসেন ওরফে রামখেলাওনের মাথার দাম ছিল ১০ লক্ষ টাকা। ঝাড়খণ্ড পুলিশ জানিয়েছে, তাঁতিঝড়িয়া থানা এলাকার করন্ডি গ্রামে কোবরা ব্যাটেলিয়ানের সঙ্গে হাজারিবাগ পুলিশ যৌথ অভিযান চালায়। গিরিডি-বোকারো সীমানার কাছে এই গ্রামে সকাল ছ’টা নাগাদ দু’পক্ষের মধ্যে গুলির লড়াই শুরু হয়। এনকাউন্টার শেষে নিরাপত্তাবাহিনী গভীর জঙ্গল থেকে নিহত তিন মাও নেতার দেহ উদ্ধার করেছে। বাহিনীর তরফে জানানো হয়েছে এই এলাকার গভীর জঙ্গলে এখনও তল্লাশি অভিযান চলছে।

প্রসঙ্গত, ২০২৬ সালের মার্চ মাসের মধ্যে মাওবাদমুক্ত ভারত গড়ার বার্তা দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। এরপরেই, গত চার মাসে মাওবাদী কেন্দ্রীয় কমিটির সদস্যকে তিন সদস্যকে নিকেশ করেছে নিরাপত্তাবাহিনী। ইতিমধ্যেই খতম করা হয়েছে মাওবাদীদের সাধারণ সম্পাদক বাসবরাজুকে, যার মাথার দাম ছিল ১.৫ কোটি টাকা। রবিবারই নিরাপত্তারক্ষীদের গুলিতে মৃত্যু হয় মাওবাদী নেতা মুখদেব যাদবের। তাঁর মাথার দাম ছিল ৫ লক্ষ টাকা। পাশাপাশি, ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে প্রচুর অস্ত্রসস্ত্রও। গত শনিবার আত্মসমর্পণ করেন নিহত মাওবাদী নেতা কিষেনজির স্ত্রী সুজাতা। 

উল্লেখ্য, এরপর থেকেই ছত্তিশগড়, ঝড়খণ্ডের মতো মাও অধ্যুষিত রাজ্যগুলিতে মাওবিরোধী অভিযান ব্যাপক গতি পেয়েছে। গোয়েন্দাদের মতে, বর্তমানে ছত্তিশগড় তেলেঙ্গানা সীমানাবর্তী কারেগুট্টা পাহাড়ি এলাকা মাওবাদীদের অন্যতম শক্তঘাঁটি। এই এলাকা থেকে মাওবাদের শিকড় উপড়ে ফেলতে প্রায় ৩ হাজার আধাসেনাকে নামানো হয়েছে। ২১ এপ্রিল থেকে ওই অঞ্চলে শুরু হয়েছে অভিযান। এখনও পর্যন্ত ওই এলাকাজুড়ে অভিযান চালিয়ে ৩১ জনের বেশি মাওবাদীকে হত্যা করা হয়েছে। ছত্তিশগড়, মহারাষ্ট্র ও তেলেঙ্গানা সীমানা ঘেঁষা পাহাড় ও জঙ্গলে ঘাঁটি গেড়ে থাকা ১০০০ মাওবাদীকে ধরতে নামানো হয়েছে প্রায় ২০ হাজারের বেশি যৌথ বাহিনীকে। অভিযানে

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ