Advertisement
Advertisement
Sikkim

দুর্যোগের সিকিমে এবার সেনাক্যাম্পে ধস, মৃত ৩ জওয়ান, নিখোঁজ ছয় সেনাকর্মী

রবিবার সন্ধ্যায় ধস নামে ছাতেনে।

3 security personnel died as landslaide hits in North Sikkim
Published by: Kishore Ghosh
  • Posted:June 2, 2025 1:55 pm
  • Updated:June 2, 2025 5:57 pm   

অর্ণব আইচ: ধসে বিপর্যস্ত সিকিমে একদিকে যেমন পর্যটকরা আটকে পড়েছেন, চলছে উদ্ধার কাজ, অন্যদিকে উত্তরপূর্বের রাজ্যের ছাতেনে রবিবার সন্ধ্যায় ধস নেমেছে একটি সেনাক্যাম্পে। এই ঘটনায় কমপক্ষে তিন জওয়ানের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। নিখোঁজ ছয় সেনাকর্মী।

Advertisement

উত্তরপূর্বের পাহাড়ে বৃষ্টি আসে আগেভাগে। বেশ কিছুদিন ধরেই দুর্যোগে বিপর্যস্ত লাচুঙ ও লাচেঙ। ধসে রাস্তার পাশপাশি ব্রিজ ভেঙে বহু জায়গায় যোগাযোগ বিচ্ছিন্ন। তিস্তা নদীর জল বিপদসীমার উপরে বইছে। এই অবস্থায় সোমবার সকাল থেকে লাচুঙে আটকে থাকা পর্যটকদের নামিয়ে আনার কাজ শুরু হয়েছে। কঠিন হচ্ছে বিপদসংকুল লাচেঙে আটকে থাকা পর্যটকদের নিরাপদে নামিয়ে আনার কাজ। প্রতিকূল পরিস্থিতিতে উদ্ধারে লাগাতার কাজ করছে সেনা ও জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী।

এছাড়াও পর্যটকদের উদ্ধারকাজে সাহায্য করছেন স্থানীয় লাচুংপা সম্প্রদায়ের মানুষ। প্রশাসনকে সাহায্য করছেন লাচুংয়ের হোটেল অ্যাসোসিয়েশনের সদস্যেরাও। এর মধ্যেই রবিবার সন্ধে সাতটা নাগাদ ধস নামে ছাতেনের সেনাক্যাম্পে। বড়সড় ধসে প্রাথমিক ভাবে ৯ জন সেনাকর্মী নিখোঁজ হন। পরে ৩ জনের মৃতদের উদ্ধার করেছে সেনা। মৃতরা হল হাবিলদার লক্ষিন্দর সিং,  ল্যান্স নায়েক মুনিশ ঠাকুর, পোর্টার অভিষেক লাখাদা। সেনাকর্মীদের মৃত্যুতে শোকপ্রকাশ করেছে ভারতীয় সেনা।  

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ