প্রতীকী ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আবার এক বিজেপি শাসিত রাজ্যে শিউরে ওঠার মত ঘটনা। এবার নারকীয় ঘটনার সাক্ষী হরিয়ানা। ট্রেনের ফাঁকা কামরায় পালা করে ‘গণধর্ষণ’ করা হল এক মহিলাকে। তারপর প্রমাণ লোপাট করতে সোনিপতে নির্যাতিতাকে ফেলে দেওয়া হল ট্রেন থেকে। অচেতন নির্যাতিতার শরীরের উপর দিয়ে ট্রেন চলে যাওয়ায় কাটা পড়ল একটা পা। গুরুতর জখম পঁয়ত্রিশ বছরের ওই মহিলা এই মুহূর্তে হাসপাতালে চিকিৎসাধীন। ৪ জুলাই হাসপাতালের এক মহিলা চিকিৎসকের কাছে ঘটনার কথা জানান নির্যাতিতা। তাঁর বয়ানের ভিত্তিতে দায়ের করা হয়েছে জিরো এফআইআর। তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে পানিপথ জিআরপি-কে। তদন্তের জন্য একটি বিশেষ তদন্ত দল (সিট) গঠন করা হয়েছে। এফআইআর দায়েরের ৪৮ ঘণ্টা পরেও কাউকে গ্রেপ্তর করা যায়নি।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত ২৪ জুন থেকে নিখোঁজ ছিলেন ওই মহিলা। তাঁর স্বামী ২৬ জুন নিখোঁজ ডায়েরি করেন। ২৫ জুন রাতে সোনিপত জিআরপি রেললাইনের উপর থেকে রক্তাক্ত অবস্থায় ওই মহিলাকে উদ্ধার করে। তাঁর দাবি, ধর্ষণের পর তাঁকে অন্য জায়গায় নিয়ে যাওয়া হয়। পরে রেললাইনের উপর ফেলে দেওয়া হয়।
এর আগেও ওই মহিলা বাড়ি থেকে চলে গিয়েছিলেন। কিন্তু পরবর্তী সময় ফিরে আসেন। এবারও পারিবারিক অশান্তির পর ২৪ তারিখ থেকে তিনি নিখোঁজ ছিলেন। জানা গিয়েছে, স্বামীর সঙ্গে অশান্তির পর তিনি কাছেই পানিপথ রেল স্টেশনে বসেছিলেন। এক ব্যক্তি এসে দাবি করেন, তাঁর স্বামী পাঠিয়েছেন। কোনও সন্দেহ না করে তিনি ওই ব্যক্তির পিছু নেন। এর পরই মহিলাকে স্টেশনে দাঁড়িয়ে থাকা একটি ফাঁকা ট্রেনের কামরায় নিয়ে যাওয়া হয়। সেখানেই তাঁকে ধর্ষণ করা হয়। এর পর আরও দু’জন এসে তাঁকে ধর্ষণ করে। পরে মহিলাকে সোনিপতে নিয়ে গিয়ে রেললাইনে ফেলে দিয়ে পালিয়ে যায় অভিযুক্তরা। তাঁর একটি পায়ের উপর দিয়ে ট্রেন চলে যায়। জিআরপির এসএইচও রাজেশ বলেন, “এফআইআরের কপি হাতে পেয়েছি। তদন্ত শুরু হয়েছে।”
সোনিপত রেললাইনের কাছে এক দোকানদার প্রত্যক্ষদর্শী জানান, আমরা এক মহিলার কান্না শুনতে পেয়ে তাঁকে সাহায্যের জন্য ছুটে আসি। তখন তাঁর চারপাশে ভিড় জমে গিয়েছে। প্রত্যক্ষদর্শীরা দেখেন যে, রেললাইনের সুইচে আটকে যাওয়ায় তাঁর পা কাটা পড়েছে ট্রেনে। ঘটনাটি রেল পুলিশকে জানানো হয়। তাঁকে সোনিপত জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এরপর রোহতক পিজিআইতে রেফার করা হয়।
পানিপথের পুলিশ সুপার ভূপেন্দ্র সিং গোটা ঘটনার কথা স্বীকার করেছেন। তবে ঘটনাস্থল পরিদর্শনের সময়ে তিনি সাংবাদিকদের এড়িয়ে যান। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যে একের পর এক খুন-ধর্ষণের ঘটনায় যখন রাজ্যে মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠছে, তখন আরও একটি গণধর্ষণের ঘটনায় ফের শিরোনামে বিজেপি শাসিত রাজ্য। প্রশ্ন উঠেছে এত বড় ঘটনার পরও কেন চুপ বিজেপি। বিজেপি শাসিত ডবল ইঞ্জিন রাজ্যগুলিতেই বারবার এ ধরনের ঘটনা ঘটছে কেন, তা নিয়েও ক্ষোভ দেখা দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.