Advertisement
Advertisement

Breaking News

Gujarat

ভারতে গজওয়া-ই-হিন্দ! তিন শহর থেকে গুজরাট পুলিশের জালে ৪ আল কায়দা জঙ্গি

ভারতে নতুন করে হামলার ছক করছে জঙ্গিরা?

4 Al-Qaeda Terrorists Arrested In Gujarat
Published by: Subhodeep Mullick
  • Posted:July 23, 2025 6:29 pm
  • Updated:July 23, 2025 8:13 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: জঙ্গি সংগঠন আল কায়দার হয়ে কাজ করার অভিযোগে ভারতের তিন শহর থেকে ৪ জন সন্দেহভাজন যুবককে গ্রেপ্তার করল গুজরাট পুলিশ। জানা গিয়েছে, ৪ জনের মধ্যে দু’জনকে গুজরাট এবং বাকি ২ জনকে উত্তরপ্রদেশের নয়ডা এবং দিল্লি থেকে গ্রেপ্তার করা হয়েছে। খবরটি প্রকাশ্যে আসতেই চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। তাহলে ভারতে কি নতুন করে কোনও হামলার ছক করছে জঙ্গিরা? স্থাপন করতে চাইছে ‘গজওয়া-ই-হিন্দ’? এই প্রশ্নগুলিই এখন উঠতে শুরু করেছে। তবে ভারতের মাটিতে আল কায়দার হয়ে কাজ করার অভিযোগে গ্রেপ্তারি এই প্রথম নয়। ২০২৩ এবং ২০২৪ সালেও দেশের বিভিন্ন শহর থেকে বহু জঙ্গিকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

Advertisement

পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম মহম্মদ ফাইক, মহম্মদ ফারদিন, সেফুল্লাহ কুরেশি এবং জিশান আলি। তারা প্রত্যেকেই ভারতের বাসিন্দা। বয়স ২০ থেকে ২৫ বছরের মধ্যে। অভিযোগ, আল কায়দার ভারতীয় উপমহাদেশের শাখা ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’-এর হয়ে তারা কাজ করত। বেশ কিছু মাস ধরে ওই চার যুবক ভারতে নাশকতার ছক কষছিল। এমনকী তাদের সঙ্গে পাকিস্তানের যোগ মিলেছে বলেও দাবি তদন্তকারীদের। বুধবার গোপন সূত্রে খবর পেয়ে ৪ জনকে গ্রেপ্তার করেছে গুজরাট পুলিশের এসটিএফ। তদন্তকারীদের একটি সূত্রের দাবি, ধৃতেরা ভারতে হামলার পাশাপাশি ‘গজওয়া-ই-হিন্দ’ স্থাপনেরও চেষ্টা করছিল।

কিন্তু কী এই ‘গজওয়া-ই-হিন্দ’? এই কথাটির অর্থ হচ্ছে ইসলামিক ভারত। অর্থাৎ গণতান্ত্রিক ভারতে শরিয়ত চালু করাই এই মৌলবাদী আন্দোলনের উদ্দেশ্য। এই বিষয়ে একাধিক ইসলামিক জঙ্গি সংগঠন ইতিমধ্যে তৎপর বলেও আগেই জানা গিয়েছে। দেশের মুসলিম জনতাকে মগজধোলাই করে জেহাদের নামে সন্ত্রাসবাদের জালে জড়িয়ে ফেলার ষড়যন্ত্র করা হচ্ছে।

প্রসঙ্গত, আল কায়দার স্রষ্টা ওসামা বিন লাদেন এবং এর অন্যতম বড় নেতা আয়মান আল-জাওয়াহিরি মৃত্যুর পর জঙ্গি সংগঠনটি ভারতে সন্ত্রাসের জাল বিস্তারে তৎপর হয়েছে। ভারতে তাদের হয়ে কাজ করে ‘আল কায়দা ইন ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট’।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement