Advertisement
Advertisement
Gurugram

বন্ধুর ডাকে বাড়ি থেকে বেরিয়ে গণধর্ষণের শিকার শিক্ষিকা! গ্রেপ্তার ৪

তদন্ত শুরু করেছে পুলিশ।

4 arrested for harassing woman in Gurugram

প্রতীকী ছবি

Published by: Subhankar Patra
  • Posted:October 5, 2025 3:35 pm
  • Updated:October 5, 2025 5:16 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: শিক্ষিকাকে অনুষ্ঠানে ডেকে গণধর্ষণের অভিযোগ উঠল বন্ধু-সহ ৪ জনের বিরুদ্ধে। অভিযোগ জানাতেই ৪জনকেই গ্রেপ্তার করেছে পুলিশ। তদন্ত শুরু হয়েছে।

Advertisement

১ অক্টোবর গভীর রাতে ঘটনাটি ঘটেছে হরিয়ানার গুরুগ্রামে। নির্যাতিতা পেশায় শিক্ষিকা। বয়স ২৯ বছর। তিনি তাঁর স্বামীর সঙ্গে শহরেই থাকেন। গত সেপ্টেম্বর মাসে গৌরব নামে এক যুবকের সঙ্গে একটি পার্টিতে নির্যাতিতার আলাপ হয়। ক্রমে ঘনিষ্ঠতা বাড়ে। তাঁদের মোবাইল নম্বর আদান-প্রদানও হয়। বেশ কয়েকবার তাঁরা দেখাও করেন বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

চলতি মাসের ১ তারিখ গৌবর নির্যাতিতাকে দেখা করার কথা বলেন। যুবতী রাজি হলে যুবক তাঁর বন্ধু নীরজের বাড়িতে যেতে বলেন। গভীর রাতে সেখানে পৌঁছন যুবতী। সেখানে গৌরব তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ। তিনি সাহায্যের জন্য ঢাকলে গৌরবের আরও তিনবন্ধু তাঁকে ধর্ষণ করে বলে অভিযোগ।

এই ঘটনার পরের দিন সকালে থানায় অভিযোগ করেন যুবতী। গৌরব, যোগেশ, অভিষেক, নীরজ নামে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৬৪(১) ধর্ষণ, ৭০(১) গণধর্ষণের অভিযোগ দায়ের করে তদন্ত শুরু করেছে। ধৃতদের আদলতে পেশ করা হলে তাঁদের পুলিশ হেফাতের নির্দেশ দিয়েছেন বিচারক।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ