প্রতীকী ছবি
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গভীর রাতে মহিলাকে জোর করে হোটেলের ছাদে তুলে নিয়ে গিয়ে গণধর্ষণ! ঘটনায় ৪ হোটেল কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ।বৃহস্পতিবার রাতে ঘটনাটি ঘটেছে বেঙ্গালুরু কোরমঙ্গল স্টেশনের কাছে।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা মহিলা বিবাহিতা। ঘটনার দিন তিনি পরিচিত এক যুবকের সঙ্গে কোরমঙ্গল স্টেশনের কাছের হোটলের ওঠে। অভিযোগ তাঁকে প্রায় জোর করে ছাদে নিয়ে যায় যুবক। সেখানে আগে থেকেই উপস্থিত ছিল আরও তিন অভিযুক্ত। এরপরই মহিলাকে চারজন মিলে ধর্ষণ করে বলে অভিযোগ ওঠে। ঘটনার পর করমঙ্গল থানায় গণধর্ষণের অভিযোগ জানান মহিলা। তারপরই নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তাঁর মেডিক্যাল পরীক্ষা করিয়েছে পুলিশ।
তদন্তে নেমে চার অভিযুক্তকেই গ্রেপ্তার করে পুলিশ। তাঁদের মধ্যে তিন অভিযুক্ত পশ্চিম বাংলার বলে জানিয়েছে পুলিশ। অন্যজন উত্তরাখণ্ডের বাসিন্দা। অভিযুক্তরা প্রত্যেকেই হোটেলে কাজ করে। পুলিশের ডেপুটি কমিশনার সারা ফতিমা বলেন,” রাত দেড়াটা নাগাদ ঘটনাটি ঘটেছে। পরে নির্যাতিতা থানায় অভিযোগ জানায়। বিবাহিত মহিলাকে শারীরিক নির্যাতনের অভিযোগে ৪ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। নির্যাতিতার শারীরিক অবস্থা এখন স্থিতীশীল। আমাদের তদন্ত চলছে।”
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.