সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এক-আধবার নয়, পরপর চারবার হত্যার চেষ্টা করা হয়েছে লালুপ্রসাদ যাদবের পুত্র তেজস্বী যাদবকে! ভোটের বিহারে এমনই গুরুতর অভিযোগ তুললেন তেজস্বীর মা তথা প্রাক্তন মুখ্যমন্ত্রী রাবড়ি দেবী। তাঁর আরও অভিযোগ, বিজেপিও নীতীশ কুমারের দল জেডিইউ তেজস্বীকে খুনের ষড়যন্ত্র করছে। গুরুতর এই অভিযোগ সামনে আসতেই শোরগোল শুরু হয়েছে।
চলতি বছরের শেষেই বিহারে বিধানসভা নির্বাচন। তার আগে ‘স্পেশাল ইনটেনসিভ রিভিশন’ বা ভোটার তালিকা সংশোধনকে কেন্দ্র করে উত্তাল রাজনীতি। এদিকে রাজ্যজুড়ে একের পর এক খুনের ঘটনা প্রশ্ন তুলতে শুরু করেছে বিহারের আইনশৃঙ্খলা নিয়ে। এহেন ডামাডোলের মাঝেই শুক্রবার বিধানসভা পরিসরে সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে বিস্ফোরক অভিযোগ তোলেন রাবড়ি দেবী। তিনি বলেন, এর আগে চারবার তেজস্বীকে রাস্তায় হত্যার চেষ্টা হয়েছে। এবার বিধানসভার মধ্যেই তাঁকে খুনের ষড়যন্ত্র করা হচ্ছে। তাঁর দাবি, এই হত্যার ষড়যন্ত্র করছে বিজেপি ও জেডিইউ। বিহারের মাটিতে এই লোকগুলিই খুনের ষড়যন্ত্র করছে। একইসঙ্গে রাবড়ি জানান, কারা কারা তাঁর ছেলেকে খুনের পরিকল্পনা করছে তা তিনি জানেন।
উল্লেখ্য, বিহারে চলতে থাকা স্পেশাল ইনটেনসিভ রিভিশন-এর বিরোধিতায় শুরু থেকে সরব হয়েছে বিরোধী শিবির। কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে, এর ফলে ভোটের তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত ৫৬ লক্ষ নাম। হিসাব বলছে গড়ে প্রতিটি বিধানসভায় ২৩ হাজারের কাছাকাছি ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন। কোথাও বেশি, কোথাও কম। সংসদে এই ইস্যুতে বৃহস্পতিবার সরব হয়েছিলেন বিরোধী দলনেতা তেজস্বী যাদব। এরপরই উপ-মুখ্যমন্ত্রী চৌধুরীর সঙ্গে প্রবল তর্ক-বিতর্ক হয় তেজস্বীর। যার জেরে আরজেডি এবং বিজেপি বিধায়কদের মধ্যে মারামারির পরিস্থিতি তৈরি হয়। ঘর থেকে বেরিয়ে তেজস্বী অভিযোগ করেন, লালগঞ্জের বিজেপি বিধায়ক সঞ্জয় সিং মাইক উপড়ে ফেলে তাকে হত্যা করতে এসেছিলেন। তার উপর আক্রমণের চেষ্টা করা হয়েছিল। এই ইস্যুতেই শুক্রবার তেজস্বীকে খুনের ষড়যন্ত্রের অভিযোগ করলেন তাঁর মা রাবড়ি দেবী।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.