Advertisement
Advertisement
Delhi-NCR

টানা ঝড়বৃষ্টিতে বিপর্যস্ত দিল্লি-এনসিআর, মৃত ৪, ব্যাহত বিমান ও ট্রেন পরিষেবা

শুক্রবার ভোর থেকেই রাজধানীতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে।

4 Killed, Over 140 Flights Delayed After Heavy Rain, Dust Storm In Delhi-NCR
Published by: Subhajit Mandal
  • Posted:May 2, 2025 10:29 am
  • Updated:May 2, 2025 10:29 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: টানা বৃষ্টি সঙ্গে দোসর ঝোড়ো হাওয়া। বৈশাখেই বিপর্যস্ত রাজধানী দিল্লি এবং রাজধানী সংলগ্ন এলাকা। গত ২৪ ঘণ্টায় দুর্যোগের জেরে দিল্লি-এনসিআরে প্রাণ গেল ৪ জনের। ব্যাহত বিমান ও ট্রেন পরিষেবা। জলমগ্ন হয়ে কার্যত বন্ধ বহু রাস্তা।

Advertisement

শুক্রবার ভোর থেকেই রাজধানীতে ঝোড়ো হাওয়া বইতে শুরু করে। যা পরে কার্যত ঘূর্ণিঝড়ের রূপ নেয়। ভোরবেলা প্রগতি ময়দান এলাকায় ঝড়ের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘণ্টায় ৭৮ কিলোমিটার। অন্যান্য এলাকাতেও ভারী বৃষ্টি হচ্ছে। দিল্লির দ্বারকায় ঝোড়ো হাওয়ায় একটি ঘর ভেঙে পড়ে। ঘরের ভিতর ছিলেন তিন শিশু এবং এক মহিলা। চার জনেরই মৃত্যু হয়েছে। বৃষ্টির জেরে বহু রাস্তায় জল জমে। ভারী বৃষ্টিতে জল জমেছে লাজপত নগর, আরকে পুরম এবং দ্বারকায়। যার ফলে চলছে না বাস-অটো। বহু জায়গায় ট্রেনলাইনেও জল জমে। ফলে আংশিকভাবে বন্ধ ট্রেন পরিষেবা।

তবে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে বিমান পরিষেবা। দিল্লি বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে একটি লোহার কাঠামো ভেঙে পড়েছে। বিমানবন্দরের নানা অংশে জল জমেছে। যার জেরে এদিন ৮০- ১০০টি বিমান দেরিতে চলছে। ৪০টি দিল্লিগামী বিমানকে অন্যত্র ঘুরিয়ে দেওয়া হয়েছে। তবে এমনটা যে হতে পারে, সে পূর্বাভাস আগেই দিয়েছিল আবহাওয়া দপ্তর। দিল্লিতে আগে থেকেই লাল সতর্কতা জারি করা হয়েছিল। বিমানযাত্রীদেরও আগাম সতর্ক করে দেওয়া হয়েছিল। অনুরোধ করা হয়েছিল, বিমান সংস্থাগুলির ওয়েবসাইটে নজর রাখতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement