Advertisement
Advertisement
Rajasthan

রাজস্থানে ভয়ংকর দুর্ঘটনা! গাড়ি-বাইকের সংঘর্ষে মৃত একই পরিবারের ৪

ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

4 of family killed as Thar collides with bike in Rajasthan
Published by: Subhodeep Mullick
  • Posted:October 18, 2025 9:48 pm
  • Updated:October 18, 2025 9:49 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: গাড়ি এবং মোটরবাইকের সংঘর্ষে মৃত্যু হল একই পরিবারের চার সদস্যের। শনিবার সকালে মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে রাজস্থানের ভরতপুরে। দুর্ঘটনার পর দু’টি গাড়িটিতেই আগুন লেগে যায় বলে খবর। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। তবে ঘটনায় কাউকে গ্রেপ্তার করা হয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, দিওয়ালির আগে বাজি কিনতে স্ত্রী এবং দুই সন্তানকে নিয়ে বাইকে করে নাদবাইয়ের উদ্দেশে রওনা দিয়েছিল নটবর নামে এক যুবক। কিছুটা যাওয়ার পর লুহাসা রোডে পৌঁছতেই পিছনে থাকা একটি চারচাকা গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিকে ধাক্কা মারে। তারপরই গাড়িটি রাস্তার ধারে উলটে যায়। বিকট শব্দ পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। খবর দেওয়া হয় পুলিশে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাস্থলেই মৃত্যু হয় চারজনের। মৃতদের নাম নটবর (৩৫) তাঁর স্ত্রী পূজা এবং তাদের দুই সন্তান দীপু এবং পরি। তবে কী কারণে দুর্ঘটনাটি ঘটল, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ। ঘটনায় আহত হয়েছেন চারচাকা গাড়িটির চালকও। তাঁকে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন।

পুলিশের এক আধিকারিক জানিয়েছেন, কী কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও জানা যায়নি। সবদিক খতিয়ে দেখে ঘটনার তদন্ত করা হবে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ