সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মঙ্গলবার ভয়ংকর বাস দুর্ঘটনার কবলে পড়ল একটি যাত্রীবাসী বাস। ঘটনায় এখনও পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ জন। যাদের মধ্যে রয়েছে ছ’জন শিশুও।
Kondagattu bus accident: Telangana Chief Minister K Chandrashekhar Rao announces Rs 5 lakh as ex-gratia to the family members of the deceased
Advertisement— ANI (@ANI)
তেলেঙ্গানার জাগতিয়াল জেলায় এদিন বেলা পৌনে বারোটা নাগাদ ঘটে এই মর্মান্তিক দুর্ঘটনা। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, শনিওয়ারাপেট গ্রামের কাছে ঘাট রোড দিয়ে যাচ্ছিল রাজ্য সরকারের একটি যাত্রীবোঝাই। হায়দরাবাদ থেকে ১৯০ কিলোমিটার দূরে কোন্ডাগাট্টু হিলসের এক বিখ্যাত মন্দির থেকে ফিরছিল বাসটি। ছিলেন বেশ কয়েকজন তীর্থযাত্রীও। হঠাৎই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের খাদে পড়ে যায় বাসটি। বাসে অন্তত ৭০ জন যাত্রী ছিলেন। জেলাশাসক এ শরতের তত্ত্বাবধানে চলছে উদ্ধারকাজ। এখনও পর্যন্ত ৪৫ জনের মৃত্যু হয়েছে বলে খবর। আহতদের হায়দরাবাদ ও করিমনগরের সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দেখতে হাসপাতালে গিয়েছিলেন পরিবহণ মন্ত্রী মহেন্দ্র রেড্ডি এবং অর্থমন্ত্রী ইটালা রাজেন্দ্র। ইতিমধ্যেই মৃতদের পরিবারের জন্য পাঁচ লক্ষ টাকা ঘোষণা করেছেন তেলেঙ্গানার মুখ্যমন্ত্রী কে চন্দ্রশেখর রাও।
পরিবহণ দপ্তরের প্রাথমিক ধারণা, বাসের চালক ব্রেক ফেল হওয়ার কারণেই ঘটে দুর্ঘটনা। তবে দপ্তরের তরফে এও জানানো হয়েছে, দুর্ঘটনা এড়াতে বেশ কিছু নির্দেশাবলী দেওয়া রয়েছে ঘাট রোডে। তা সত্ত্বেও কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.