সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: এ যেন সময় সরণি বেয়ে চলে যাওয়া কোন ইতিহাসের পাতায়! পিছিয়ে যাওয়া অন্তত সাড়ে ৪ হাজার বছর আগে। যেখানে স্থান-কাল-পাত্রের ত্রিমাত্রিক ছবিটা অস্পষ্ট হয়ে আসে। ২০২৫ সালে দাঁড়িয়ে পদচারণ মৌর্য আর শুঙ্গ সাম্রাজ্যের পটভূমিতে। রাজস্থানের দিগ জেলায় সদ্য মাটি খুঁড়ে পাওয়া গিয়েছে সুপ্রাচীন সভ্যতার হদিশ। আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া সূত্রে খবর, ওই সভ্যতা অন্তত ৪,৫০০ বছরের পুরনো। যেসব বাসনপত্র, মূর্তি, অস্ত্রশস্ত্র উদ্ধার হয়েছে, তা দেখে প্রাথমিক অনুমান ভূতাত্ত্বিকদের।
রাজস্থানের ভরতপুর থেকে ৪০ কিলোমিটার দূরে দিগ জেলা। গবেষণার কাজে গিয়ে সেখানকার বাহজ গ্রামে লুকিয়ে থাকা ইতিহাসের একটু একটু সন্ধান পেয়েছিলেন এএসআই-এর কর্মী, আধিকারিকরা। সরকারের অনুমতি নিয়ে খননকাজ করতেই চোখের সামনে ইতিহাস! প্রচুর মাটির বাসন, অস্ত্র, মূর্তি উদ্ধার হয়েছে সেখান থেকে। দেখেশুনে বিশেষজ্ঞদের অনুমান, এসব মৌর্য আর শুঙ্গ যুগে ব্যবহার করা হতো।
জয়পুরের ভূতাত্ত্বিক বিভাগের ডিরেক্টর বিনয় গুপ্তা জানিয়েছেন, ”সরকারের অনুমতি পাওয়ার পর সেই জানুয়ারিতে আমরা খননকাজ শুরু করি। তাতে এই সাফল্য এসেছে। আগামিদিনেও আমাদের কাজ চলবে।” এসব প্রাচীন সামগ্রী আপাতত জয়পুরের এই সংগ্রহশালায় রাখা হয়েছে। পরীক্ষা করা হবে। এর আগে এই এলাকা থেকেই কিছু মানুষের কঙ্কাল উদ্ধার হয়েছিল। সেসব পরীক্ষার জন্য ইজরায়েলে পাঠানো হয়েছে। কোন আমলের মানুষ তারা, তা জানা যাবে সেই পরীক্ষায়। ইতিহাস বলে, রাজস্থানের একটা বড় অঞ্চল জুড়ে ছিল একাধিক সভ্যতা। যার নিদর্শন এখনও রয়ে গিয়েছে। আর সেই কারণেই এএসআই এই এলাকায় খননকাজ চালিয়ে যাবে আপাতত।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.