Advertisement
Advertisement
Bihar

চকোলেট চুরির ‘অপরাধে’ ৫ বালককে নগ্ন করে হেনস্তা! বিহারের নৃশংস ঘটনায় গ্রেপ্তার তিন

জুতোর মালা পড়িয়ে পাঁচজনকে বাজার ঘোরানো হয় বলে অভিযোগ।

5 Boys harrsed for Stealing Chocolate in Bihar

প্রতীকী ছবি।

Published by: Gopi Krishna Samanta
  • Posted:June 6, 2025 2:38 pm
  • Updated:June 6, 2025 2:38 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিহারের সীতামারহির মাল্লাহী গ্রামের একটি করুণ ছবি প্রকাশ্যে এসেছে। দোকান থেকে একটি চকোলেট নেওয়ার অভিযোগে পাঁচ বালককে দড়ি দিয়ে বেঁধে, খালি গায়ে জুতোর মালা পড়ানোর অভিযোগ। এমনকী ওই অবস্থায় প্রত্যেককে পুরো বাজার চত্বর ঘোরানো হয়। পাশাপাশি ওই দোকান মালিক এই ঘটনার ভিডিও করতে থাকেন। প্রত্যেক বালককে ক্যামেরার সামনে তাদের বাবার নাম বলতে বাধ্য করা হয়।

Advertisement

জানা গিয়েছে, পাঁচ বালক বাজারের একটি দোকান থেকে না বলে চকলেট নেয়। এই সময় হাতেনাতে ওই পাঁচজনকে ধরে ফেলে দোকান মালিক। এরপরই একাধিকভাবে হেনস্তা করা হয় পাঁচ বালককে। তারা ভুল স্বীকার করলেও রেহাই মেলেনি। মুখে চকের দাগ দিয়ে, জুতোর মালা পড়িয়ে গোটা বাজার ঘোরানো হয়। এমনকী তাদের ‘চোর’ অপবাদ দেওয়া হয়।

এদিকে এই পুরো ঘটনার ভিডিও করেন ওই দোকান মালিক। পরে তা সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়। ওই ভিডিওতে হাতে লাঠি নিয়ে ওই পাঁচ বালককে ক্যামেরার সামনে তাদের বাবার নাম বলতে বাধ্য করা হয়। তখনই এক বালককে বলতে শোনা যায়, “একটা মাত্র চকলেট নিয়েছিলাম। আমরা চুরি করিনি।” যদিও বালকের স্বিকারোক্তিতেও দোকান মালিক পাঁচ জনকে ছেড়ে দেননি। যদিও দোকান মালিককে বলতে শোনা গিয়েছে, “ওরা সবাই আমার দোকানে চুরি করতে গিয়ে ধরা পড়েছে।”

এদিকে এই ঘটনার ভিডিও ভাইরাল হতেই নিন্দা করেছেন সকলে। এদিকে ভাইরাল ভিডিও চোখে পড়তেই উদ্যোগী হয়েছে পুলিশ। জানা গিয়েছে, এই ঘটনায় এখনও পর্যন্ত অভিযুক্ত দোকান মালিক-সহ আরও দু’জনকে গ্রেপ্তার করা হয়েছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ