Advertisement
Advertisement
Punjab

বাজি কারখানায় ভয়াবহ বিস্ফোরণ, পাঞ্জাবে মৃত ৫ পরিযায়ী শ্রমিক, আহত আরও ২৯

বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা কারখানা ভেঙে গুঁড়িয়ে যায়।

5 dead, 29 injured in firecracker factory blast in Punjab

ধ্বংসের পর ঘটনাস্থলে তদন্তকারীরা।

Published by: Amit Kumar Das
  • Posted:May 30, 2025 2:53 pm
  • Updated:May 30, 2025 2:53 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ দুর্ঘটনা পাঞ্জাবের বাজি কারখানায়। বৃহস্পতিবার রাতে পাঞ্জাবের মুক্তসর জেলার সিঙ্ঘেওয়ালা গ্রামে ওই বাজি কারখানায় বিস্ফোরণের জেরে প্রাণ গেল ৫ পরিযায়ী শ্রমিকের। ঘটনায় আহত হয়েছেন আরও ২৯ জন। যাঁদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক।

Advertisement

জানা গিয়েছে, বৃহস্পতিবার রাত ১টা নাগাদ এই বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে গোটা কারখানা ভেঙে গুঁড়িয়ে যায়। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, হরিয়ানা সীমানার নিকটবর্তী অঞ্চলে অবস্থিত ওই বাজি কারখানায় আতশবাজি উৎপাদন এবং প্যাকেজিংয়ের কাজ চলে। ওখানে কাজ করতে আসা বেশিরভাগ শ্রমিকই ছিলেন পরিযায়ী শ্রমিক। প্রাথমিক তদন্তের পর মুক্তসারের পুলিশ সুপার অখিল চৌধুরী বলেন, ‘দুর্ঘটনাবশত কাজ চলাকালীন বিস্ফোরণ ঘটে কারখানার ভিতরে। যার জেরে পুরো কারখানাটি ধসে পড়ে যায়। আগুনের চেয়েও কারখানা ভেঙে পড়ার জেরে তার নিচে চাপা পড়েই হতাহতের ঘটনা ঘটেছে।’

দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় দমকল। লাম্বির ডিএসপি জসপাল সিং বলেন, আগুন নেভানোর পাশাপাশি ধ্বংসস্তূপ সরিয়ে সেখান থেকে ৫ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। পাশাপাশি ২৯ জন আহতকে উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে হাসপাতালে। তাঁরা বর্তমানে মুক্তসর হাসপাতালে চিকিৎসাধীন। ওই অঞ্চলে উদ্ধারকাজ এখনও জারি রয়েছে, আর কেউ ধ্বংসস্তূপের নিজে আটকে রয়েছেন কিনা তা দেখা হচ্ছে। পাশাপাশি কী কারণে এই দুর্ঘটনা ঘটল তার তদন্ত শুরু করেছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement