Advertisement
Advertisement
Tamil Nadu

তামিলনাড়ুতে বাজি কারখানায় বিস্ফোরণে মৃত অন্তত ৫, প্রাণহানি বাড়ার আশঙ্কায় প্রশাসন

গুরুতর আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

5 dead in firecracker factory blast in Tamil Nadu's Sivakasi
Published by: Gopi Krishna Samanta
  • Posted:July 1, 2025 11:50 am
  • Updated:July 1, 2025 11:56 am  

সংবাদ প্রতদিন ডিজিটাল ডেস্ক: তামিলনাড়ুর শিবকাশীর কাছে চিন্নাকামানপট্টি গ্রামে মঙ্গলবার সকালে একটি বাজি কারখানায় বিস্ফোরণ হয়। এই ঘটনায় কমপক্ষে পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে এখনও পর্যন্ত জানা গিয়েছে। গুরুতরভাবে আহত হয়েছেন আরও চারজন। তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। বিস্ফোরণের পরই আগুন লেগে যায় ওই বাজি কারখানায়। দমকল পৌঁছে আগুন নেভানোর চেষ্টা করেছে।

পুলিশ জানিয়েছে, আগুন নেভানোর পাশাপাশি উদ্ধার কাজ চালানো হচ্ছে। এদিকে ধ্বংসস্তূপে বেশ কয়েকজনের আটকে থাকার আশঙ্কা করা হচ্ছে। এদিকে আহতদের উদ্ধার করে বিরুধুনগর সরকারি হাসপাতালে পাঠানো হয়েছে।

বিরুধুনগর জেলার এসপি কান্নান জানিয়েছেন, বিস্ফোরণের পর আগুন লেগে যায় কারখানায়। ক্রমাগত ধোঁয়া বেরতে থাকে। কীভাবে ওই বাজি কারখানায় আগুন লাগল সে বিষয়ে জানতে ঘটনার তদন্ত করা হচ্ছে বলে তিনি জানিয়েছেন।

এদিকে তেলেঙ্গানার পাশমাইলরামের সিগাচি ইন্ডাস্ট্রিজের রাসায়নিক কারখানায় বিস্ফোরণের ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৪। সংবাদ সংস্থা পিটিআইকে দেওয়া সাক্ষাৎকারে জেলা পুলিশ সুপার পরিতোষ পঙ্কজ বলেন, “ধ্বংসাবশেষ সরানোর সময় এখনও পর্যন্ত ৩১ জনের মৃতদেহ পাওয়া গিয়েছে। হাসপাতালে মৃত্যু হয়েছে তিনজনের।” তেলেঙ্গানায় রাসায়নিক কারখানায় বিস্ফোরণে ঘটনার ২৪ ঘণ্টার মধ্যে বাজি কারখানায় বিস্ফোরহণের ঘটনা ঘটল তামিলনাড়ুতে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement