Advertisement
Advertisement
Mumbai local

লোকাল ট্রেনে প্রবল ভিড়ের চাপ, মুম্বইয়ে রেললাইনে পড়ে গিয়ে মৃত অন্তত ৫

যাত্রীরা দরজার বাইরে ঝুলছিলেন বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা।

5 feared dead due to overcrowd in Mumbai local train

প্রতীকী ছবি।

Published by: Anwesha Adhikary
  • Posted:June 9, 2025 10:39 am
  • Updated:June 9, 2025 11:33 am  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভিড়ে ঠাসা মুম্বইয়ের লোকাল ট্রেনে বড়সড় বিপর্যয়। প্রবল ভিড়ের চাপে ট্রেন থেকে লাইনে পড়ে গেলেন একাধিক যাত্রী। তার মধ্যে অন্তত পাঁচ জনের মৃত্যু হয়েছে বলে অনুমান। গুরুতর আহত আরও ১০ জন। তবে হতাহতের সংখ্যা এখনও সরকারিভাবে জানানো হয়নি। 

জানা গিয়েছে, মর্মান্তিক ঘটনাটি ঘটেছে ঠানের মুম্বরা স্টেশনের কাছে। সোমবার সকালে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে যাচ্ছিল ভিড়ে ঠাসা একটি লোকাল ট্রেন। প্রত্যক্ষদর্শীদের মতে, ট্রেনটিতে এতই ভিড় ছিল যে পা রাখার জায়গাটুকুও মেলেনি যাত্রীদের। হাতল ধরে রীতিমতো শূন্যে ঝুলছিলেন তাঁরা। ওই অবস্থায় প্রবল ভিড়ের চাপে চলতে চলতেই রেল লাইনে পড়ে যান অন্তত ১০ থেকে ১২ জন যাত্রী।

খবর পেয়ে ঘটনাস্থলে যান রেল আধিকারিকরা। আহতদের পাঠানো হয় হাসপাতালে। তবে কতজনের মৃত্যু হয়েছে সেই নিয়ে সরকারিভাবে কিছু জানানো হয়নি। মধ্য রেলওয়ের সিপিআরও স্বপ্নিল ধনরাজ নীলা জানান, আটজন যাত্রী পড়ে গিয়েছেন ট্রেন থেকে। কাসারা থেকে আসা একটি ট্রেন এবং ছত্রপতি শিবাজি মহারাজ টার্মিনাসের দিকে যাওয়া একটি ট্রেন-দুই ট্রেনেই পাদানিতে ঝুলছিলেন যাত্রীরা। তাঁদের মধ্যে ধাক্কা লাগার ফলেই লাইনে পড়ে গিয়েছেন ৮ জন।

স্বপ্নিলের কথায়, অনেক সময়ে ট্রেনের ভিতরে জায়গা থাকলেও যাত্রীরা পাদানিতে দাঁড়িয়ে থাকেন। ওই এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখা হবে বলেও জানান তিনি। সেই সঙ্গে জানানো হয়, মুম্বই সাবআর্বান রেলওয়ের জন্য যে নতুন রেকগুলি তৈরি হচ্ছে সেখানে স্বয়ংক্রিয়ভাবে দরজা বন্ধ হয়ে যাওয়ার ব্যবস্থা থাকবে। এছাড়াও সারাই করতে দেওয়া রেকগুলির ক্ষেত্রেও একই পদক্ষেপ করা হবে। অন্যদিকে অসমর্থিত সূত্রের খবর, কালওয়ার একটি হাসপাতালে মৃত্যু হয়েছে ৫ যাত্রীর। তাঁদের প্রত্যেকের বয়স ৩০ থেকে ৩৫ বছর। আপাতত তাঁদের পরিচয় জানার চেষ্টা চলছে।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement