Advertisement
Advertisement
Gujarat

মন্দির প্রাঙ্গনে মেলায় ভেঙে পড়ল নাগরদোলা! ভাইরাল গুজরাটের হাড়হিম ভিডিও

আহতদের মধ্যে রয়েছে ২ শিশুও।

5 Injured After High-Rise Ride Crashes At Temple Fair In Gujarat
Published by: Biswadip Dey
  • Posted:August 19, 2025 11:56 am
  • Updated:August 19, 2025 6:36 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: মেলার মধ্যেই ভেঙে পড়ছে একটা আস্ত নাগরদোলা! সেই ভিডিওই এখন ভাইরাল সোশাল মিডিয়ায়। জানা যাচ্ছে, রবিবার গুজরাটের নভসারি জেলার বিলিমোরা শহরের সোমনাথ মন্দির প্রাঙ্গনে মেলা চলছিল। বহু মানুষ এদিন মেলায় ভিড় জমিয়েছিলেন। মেলা চলাকালীন আচমকাই ভেঙে পড়ে নাগরদোলা। দুর্ঘটনায় ৫ জন গুরুতর আহত। যার মধ্যে রয়েছে ২ শিশুও।

Advertisement

জানা যাচ্ছে, রবিবার ছুটির দিনে বহু দর্শনার্থী ভিড় জমিয়েছিলেন বিলিমোড়া শহরের সোমনাথ মন্দির চত্বরে। রাত প্রায় সাড়ে ১০ টা নাগাদ দুর্ঘটনা ঘটে। ৩২ আসন বিশিষ্ট একটি উঁচু নাগরদোলা ভেঙে পড়ে । এতে দুই শিশু, দু’জন মহিলা এবং নাগরদোলার চালক আহত হন। দুর্ঘটনার ভিডিও ইতিমধ্যই বিভিন্ন সামাজিক মাধ্যমে প্রকাশ্যে এসেছে। কিন্তু কি ভাবে ঘটল এই দুর্ঘটনা? উত্তর মেলেনি। 

পুলিশের ডেপুটি সুপার বি ভি গোহলি জানিয়েছেন, “নাগরদোলায় মোট আট-নয়জন বসে ছিলেন, যাঁর মধ্যে পাঁচজন আহত হয়েছেন। আহতদের মধ্যে চারজনকে বিলিমোরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। এবং নাগরদোলার চালক মাথায় গুরুতর আঘাত পাওয়ায় তাঁকে সুরাটের একটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে।”

মেলা কর্তৃপক্ষের তরফে জানানো হচ্ছে, মোট সাতটি নাগরদোলা চালানোর অনুমতি দেওয়া হয়েছিল। দুর্ঘটনা এড়াতে নাগরদোলাগুলি পরীক্ষাও করা হয়েছিল। তারপরও কীভাবে এই দুর্ঘটনা ঘটে গেল তা ভেবেই পাচ্ছেন না উদ্যোক্তারা। ঘটনার পর পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে ব্যবস্থা নেয়।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ