Advertisement
Advertisement
Gurugram

কাকভোরে ভয়ংকর দুর্ঘটনা! ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল গাড়ি, মৃত অন্তত ৫

দুর্ঘটনার ধাক্কায় গাড়িটি সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে।

5 killed after overspeeding car hits divider in Gurugram
Published by: Biswadip Dey
  • Posted:September 29, 2025 9:08 am
  • Updated:September 29, 2025 9:08 am   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভোরবেলা ভয়াবহ দুর্ঘটনা গুরুগ্রামে। ৯ নম্বর জাতীয় সড়কে ডিভাইডারে ধাক্কা মেরে উলটে গেল একটি গাড়ি। গাড়ির ভিতরে থাকা ৬ জনের মধ্যে ৫ জনেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে এক সংবাদমাধ্যমের সূত্রে। একজন যাত্রীর অবস্থা আশঙ্কাজনক। তিনি হাসপাতালে চিকিৎসাধীন।

Advertisement

ঠিক কী হয়েছিল? জানা গিয়েছে, ভোর সাড়ে চারটা নাগাদ প্রচণ্ড গতিতে চলছিল গাড়িটি। প্রবল গতির কারণেই ৯ নম্বর জাতীয় সড়কের কাছে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এরপরই ডিভাইডারে ধাক্কা মেরে উলটে যায় সেটি। এত জোরে ধাক্কা লেগেছিল যে গাড়িটি সম্পূর্ণ চূর্ণবিচূর্ণ হয়ে গিয়েছে। গাড়ির ভিতরে থাকা ৬ জনের মধ্যে ৫ জনেরই ঘটনাস্থলে মৃত্যু হয়েছে। একজন যাত্রী সংজ্ঞাহীন। দ্রুত তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এই মুহূর্তে তিনি সেখানেই চিকিৎসাধীন। তাঁর শারীরিক অবস্থা অত্যন্ত উদ্বেগজনক বলে শেষ পাওয়া খবর থেকে জানা যাচ্ছে।

পুলিশের দাবি, গাড়িটির রেজিস্ট্রেশন নম্বর উত্তরপ্রদেশের। তদন্ত শুরু হয়েছে। পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। গাড়িটির মালিকের খোঁজ চলছে। তাহলেই তাঁর পরিবারের সদস্যদের দুর্ঘটনার বিষয়ে খবর দেওয়া যাবে। এখনও পর্যন্ত যা জানা সম্ভব হয়নি।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ