Advertisement
Advertisement
Cheetahs

কুনো উদ্যানে আরও ৫ চিতা! পর্যটনে গতি আসবে, মন্তব্য মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রীর

এই নিয়ে দ্বিতীয়বার সুরক্ষিত এলাকার বাইরে খোলা অরণ্যে ছাড়া হল চিতা।

5 More Cheetahs To Be Released At Kuno National Park
Published by: Kishore Ghosh
  • Posted:February 5, 2025 5:30 pm
  • Updated:February 5, 2025 5:32 pm  

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বুধবার মধ্যপ্রদেশের কুনো জাতীয় উদ্যানে আরও পাঁচটি চিতাকে ছাড়া হল। ওই রাজ্যের বন দপ্তর সূত্রে জানা গিয়েছে, শেহপুরে মুখ্য়মন্ত্রী মোহন যাদবের উপস্থিতিতে চিতা ছাড়ার প্রক্রিয়া হয়। বন আধিকারিকরা জানিয়েছেন, অভয়ারণ্যে চিতাগুলিকে ছাড়ার আগে যাবতীয় প্রস্তুতি নেওয়া হয়েছিল। কড়া পর্যবেক্ষণের পরেই তাদের জঙ্গলে ছাড়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Advertisement

এই নিয়ে দ্বিতীয়বার সুরক্ষিত এলাকার বাইরে খোলা অরণ্যে চিতা ছাড়া হল। বুধবার প্রাণীগুলিকে গভীর জঙ্গল ছাড়ার পর অভয়ারণ্যে ছাড়া চিতার সংখ্যা দাঁড়াল ৭। এর আগে গত বছর ৪ ডিসেম্বর দুটি পুরুষ চিতাকে জঙ্গলে ছাড়া হয়েছিল। এদিকে মঙ্গলবার পাঁচ বছরের দক্ষিণ আফ্রিকার চিতা বীরা দুটি সন্তানের জন্ম দিয়েছে বলে জানা গিয়েছে।

মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী মোহন যাদব জানান, চিতার সংখ্যা বাড়ায় রাজ্যের পর্যটনে ইতিবাচক প্রভাব পড়ছে। তিনি বলেন, “চিতার সংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে মধ্যপ্রদেশে পর্যটন শিল্পের উন্নতি হচ্ছে এবং কর্মসংস্থানের নতুন দরজা খুলে যাচ্ছে। আমরা বন্যপ্রাণী সংরক্ষণ, প্রচার এবং পুনরুদ্ধারের জন্য সর্বদা প্রস্তুত।

উল্লেখ্য. আজ থেকে ৭০ বছর আগে ভারত থেকে বিলুপ্ত হয়েছিল চিতা। ২০২২ সালে ১৭ সেপ্টেম্বর মধ্যপ্রদেশের কুনো অরণ্যে মোট ৮টি নামিবিয়ান চিতাকে ছাড়েন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেই প্রক্রিয়া এখনও অব্যাহত রয়েছে। 

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ

Advertisement