সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ভয়াবহ পথ দুর্ঘটনা হিমাচল প্রদেশের চামবা জেলায়। নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ল যাত্রীবোঝাই গাড়ি। ঘটনায় মৃত্যু হয়েছে একই পরিবারের পাঁচ সদস্যের। শুক্রবার সকালে খবরটি প্রকাশ্যে এনেছে পুলিশ।
পুলিশ সূত্রে খবর, বৃহস্পতিবার সন্ধ্যায় চারচাকা গাড়িটি বানিখেত থেকে রওনা দিয়েছিল। রাত সাড়ে ন’টা নাগাদ ভাঞ্জরাডু-শাহওয়া-ভাদকওয়াস রোডের কাছে আচমকা গাড়িটি ৫০০ ফুট গভীর খাদে গিয়ে পড়ে। জানা গিয়েছে, গাড়িটিতে মোট ছ’জন যাত্রী ছিলেন। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে পাঁচ জনের। মৃতদের মধ্যে রয়েছে দুই শিশু এবং এক মহিলা। বিকট শব্দ শুনে তড়িঘড়ি ঘটনাস্থলে ছুটে আসেন স্থানীয়রা। হাত লগান উদ্ধারকাজে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। গুরুতর আহত অবস্থায় এক যুবককে উদ্ধার করে নিকটবর্তী একটি হাসপাতালে ভর্তি করানো হয়েছে। আপাতত সেখানেই তিনি চিকিৎসাধীন। কিন্তু কী কারণে দুর্ঘটনাটি ঘটল? প্রাথমিক তদন্তের পর জানা গিয়েছে, পাহাড় থেকে একটি বড় পাথর গাড়িটির উপর পড়ে। তার ফলেই গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে গিয়ে পড়ে। ঘটনায় শোকপ্রকাশ করেছেন হিমাচলের মুখ্যমন্ত্রী সুখবিন্দর সিং সুখু। তিনি তাঁর এক্স হ্যান্ডেলে লেখেন, ‘চামবা জেলায় একটি পথ দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যু হয়েছে। মৃতদের পরিবারের প্রতি আমার সমবেদনা রইল।’
উল্লেখ্য, উত্তরাখণ্ডের পর বুধবার হিমাচলের কিন্নরে নেমেছে হড়পা বান। মেঘভাঙা বৃষ্টির জেরে হড়পা বানে ভেসে গিয়েছে টাংলিং নালার উপরের অস্থায়ী দুটি সেতু। আটকে পড়েন বহু পর্যটক। খবর পাওয়া মাত্র ঘটনাস্থলে পৌঁছয় বিপর্যয় মোকাবিলা বাহিনীর সদস্যরা। জিপলাইনে উদ্ধার ৪১৩ জন পর্যটক। সকলেই তীর্থযাত্রী বলে জানা গিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.