Advertisement
Advertisement
Rajasthan

পিস্তল নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ, রাজস্থান প্রাণ গেল ৫ বছরের শিশুর

বাড়িতে বন্দুক কোথা থেকে এল?

5-Year-Old Child Accidentally Shoots Himself While Playing With Pistol At Home In Rajasthan
Published by: Kishore Ghosh
  • Posted:September 8, 2025 9:15 pm
  • Updated:September 8, 2025 9:15 pm   

সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: রাজস্থানের কোটপুটিল জেলায় মর্মান্তিক ঘটনা। পিস্তল নিয়ে খেলতে খেলতে ট্রিগারে চাপ দেয় পাঁচ বছরের শিশু। মাথায় গুলি লাগে তার। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে খুদের। প্রশ্ন উঠছে, বাড়িতে বন্দুক কোথা থেকে এল?

Advertisement

পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনাটি বিরাটনগর এলাকার চিতাউলি কা বর্দা গ্রামের। গুলিবিদ্ধ হয়েছে মৃত্যু হয়েছে পাঁচ বছরে দেবাংশুর। বাড়িতে একটি বাক্সের মধ্যে ছিল দেশি বন্দুক। খেলতে খেলতে সেটির ট্রিগারে চাপ দেয় খুদে। তখনই মাথায় লাগে গুলি। ঘটনাস্থলেই মৃত্যু হয় শিশুটির।

ঘটনার সময় বাড়িতে ছিল না দেবাংশুর মা-বাবা। প্রতিবেশীরা গুলির শব্দ পেয়ে ছুটে আসেন। দেখেন রক্তাক্ত অবস্থায় পড়ে আছে শিশুটি। তারাই মা-বাবা এবং পুলিশকে খবর দেয়। দ্রুত শিশুটিকে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তার মৃত্যু হয়েছে বলে জানান চিকিৎসকরা। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।

জানা গিয়েছে, দেবাংশুর বাবা মুকেশ আগে একটি প্রতিরক্ষা প্রশিক্ষণ শিবির চালাতেন। যদিও বছর খানেক আগে ওই প্রশিক্ষণ শিবির বন্ধ করে দেন তিনি। পেশা হিসাবে স্ত্রীর সঙ্গে লোকগান গাওয়া শুরু করেন তিনি। দেশি বন্দুকটি কি মুকেশেরই? তদন্ত করে দেখছে পুলিশ।

খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ