সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ২০২৬ সালে বন্ধ হতে চলেছে ৫০০ টাকার নোট? সম্প্রতি ‘ক্যাপিটাল টিভি’ নামে একটি ইউটিউব চ্যানেলের ভিডিও ভাইরাল হতেই এনিয়ে বিভ্রান্তি ছড়িয়েছে সাধারণ মানুষের মধ্যে। আম নাগরিকের মধ্যে থেকে সেই বিভ্রান্তি দূর করতে এবার আসরে নামল প্রেস ইনফরমেশন ব্যুরো (PIB)-এর ফ্যাক্ট চেক বিভাগ। তাদের তরফে জানানো হয়েছে, নোট বন্ধের খবর পুরোপুরি ‘ভুয়ো’। RBI-এর তরফে এই ধরণের কোনও ঘোষণা করা হয়নি।
PIB-এর তরফে এক্স হ্যান্ডেলে পোস্ট করে জানানো হয়েছে, ‘৫০০ টাকার নোট বন্ধ নিয়ে কোনও সরকারি ঘোষণা করা হয়নি। এই নোট এখনও পুরোপুরি বৈধ।’ যে কোনও খবর বিশ্বাস করার আগে, সেই খবরের সত্যতা যাচাইয়ের পরামর্শ দেওয়া হয়েছে PIB-র তরফে।
Is the ₹500 note set to be phased out by 2026? 🤔
A video on the YT Channel ‘CAPITAL TV’ (capitaltvind) falsely claims that the RBI will discontinue the circulation of ₹500 notes by March 2026.
✔️ has made NO such announcement.
✔️₹500 notes have…
— PIB Fact Check (@PIBFactCheck)
বর্তমানে বাজারে যে ৫০০ টাকার নোট চালু রয়েছে সেই নোট ২০১৬ সালে নোট বাতিলের পর বাজারে আনা হয়। নতুন ৫০০ টাকার নোটের বেশ কিছু বিশেষত্ব রয়েছে। নতুন নোটের মধ্যে মোট ১৭টি ভাষায় টাকার পরিমাণ লেখা থাকে। তাছাড়া লাল কেল্লার ছবি ছাপা হয়েছে এই নোটে।
উল্লেখ্য, ২০১৬ সালের ৮ ডিসেম্বর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আগের ৫০০ ও ১০০০ টাকার নোট ‘বাতিল’ ঘোষণা করেন। রাতারাতি এমন নোটবন্দির ফলে সমস্যায় পড়েছিলেন সাধারণ মানুষ। এদিকে বাজার থেকে পুরনো ৫০০ ও ১০০০ টাকার নোট সরিয়ে নেওয়ার পর নতুন ৫০০ ও ২০০০ টাকার নোট বাজারে নিয়ে আসা হয়। এদিকে আবার ২০২৩ সালের পর থেকে ২০০০ টাকার নোট বাজার থেকে সরিয়ে নেয় আরবিআই। যদিও ৫০০ টাকার নোট একইভাবে বাজারে চালু রযেছে। এই নোট বাতিল হয়ে যাওয়া নিয়ে যে খবর ছড়িয়েছিল তা ভুয়ো বলে জানালো পিআইবি।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.