ফাইল ছবি।
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: পাঁচ হাজার পথকুকুরকে প্রতিদিন খাওয়ানো হবে মাংস, ভাত ও অন্য পুষ্টিকর খাবার। এর জন্য বছরে ২.৮৮ কোটি টাকা খরচ হবে। সম্পতি ব্রুহাত বেঙ্গালুরু মহানগরা পালিকের (BBMP) তরফে এই উদ্যোগ নেওয়া হয়েছে।
বিভিন্ন হোটেল, রেস্তরাঁ ও অন্য জায়গা থেকে খাবার সংগ্রহ করে পথকুকুরদের খাওয়ানোর ব্যবস্থা রয়েছে বেঙ্গালুরুতে। তবে এবার থেকে পরিষ্কার, পরিচ্ছন্ন ভাবে পথকুকুরদের খাওয়ানোর জন্য নতুন একটি উদ্যোগ নেওয়া হচ্ছে। মনে করা হয়, পথকুকুররা সঠিকভাবে খেতে না পেলে তারা অনেক সময় আক্রমানাত্মক হয়ে ওঠে এবং হামলা চালাতে পারে।
এদিকে এই খবর জানাজানি হতেই বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিয়েছেন তামিলনাড়ুর কংগ্রেস সাংসদ কার্তি পি চিদাম্বরম। এক্স হ্যান্ডেলে তিনি লেখেন, ‘এটা কি সত্যি? রাস্তার কুকুরদের আশ্রয়কেন্দ্রে নিয়ে যাওয়া উচিত। সেখানে তাদের থাকা, খাওয়া ও টিকাকরণের ব্যবস্থা করা যেতে পারে।’
Is this true? Dogs have no place in the streets. They need to be relocated to shelters, where they can be fed, vaccinated & sterilised. Feeding & keeping them in a free roaming state in the streets is a huge health & safety hazard.
— Karti P Chidambaram (@KartiPC)
গত ২৮ মার্চ সংসদ ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির অফিসে পথ কুকুরদের নিরাপত্তা সংক্রান্ত একটি দাবি তুলে ধরেছিলেন কংগ্রেস সাংসদ। এক্স হ্যান্ডেলে অন্য একটি পোস্টে চিদাম্বরম লেখেন, ‘ভারতে ৬.২ কোটিরও বেশি পথ কুকুর রয়েছে। তাছাড়া বিশ্বজুড়ে জলাতঙ্কে যত জনের মৃত্যু হয় তার মধ্যে ভারতেরই ৩৬ শতাংশ মানুষ রয়েছেন। তিনি আরও লিখেছেন, ‘প্রাণী জন্ম নিয়ন্ত্রণ (ABC) বিধিমালা ২০২৩ প্রবর্তন করা হলেও তা বাস্তবায়ন হয়নি। ফলে এধরণের ঘটনা ঘটছে।’
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.