সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে ভূকম্পন। সোমবার রাতে কম্পন অনুভূত হয়। জার্মান রিসার্চ সেন্টার ফর জিওসায়েন্সেস (জিএফজেদ)-এর তরফে জানানো হয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৬.৩। ভূমিকম্পের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। তবে কোনও বড় ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
আন্দামান ও নিকোবর এবং আশপাশের দ্বীপপুঞ্জ গুলি ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত। ফলে এই এলাকার মাঝে মাঝেই ভূমিকম্প হয়ে থাকে। ভূমিকম্পের ফলে সুনামির আশঙ্কাও থাকে। এদিকে মাঝরাতে এমন ভূমিকম্পের ফলে স্থানীয় বাসিন্দাদের মধ্যে আতঙ্ক তৈরি হয়।
EQ of M: 6.3, On: 29/07/2025 00:11:50 IST, Lat: 6.82 N, Long: 93.37 E, Depth: 10 Km, Location: Bay of Bengal.
For more information Download the BhooKamp App— National Center for Seismology (@NCS_Earthquake)
গত শনিবারও আন্দামান সাগরে ভূকম্পন অনুভূত হয়। ৪.৯ মাত্রার ওই কম্পনের উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এর আগে গত ১৩ তারিখও ৪.৭ মাত্রার একটি ভূমিকম্প অনুভূত হয়েছিল। এদিকে সোমবার সন্ধ্যায় ভূমিকম্প অনুভূত হয় অরুণাচল প্রদেশেও। তিরাপে মাটি থেকে সাত কিলোমিটার নীচে উৎসস্থল হওয়া ভূমিকম্পের মাত্রা ছিল ৩.৫।
উল্লেখ্য, গত ১০ এবং ১১ জুলাই পরপর দু’বার কেপে উঠেছিল দিল্লি এবং তার আশপাশের এলাকা। গত ১০ জুলাইয়ে হওয়া ভূমিকম্পের তীব্রতা ছিল ৪.৪। উৎসস্থল ছিল রাজধানীথেকে প্রায় ৬০ কিলোমিটার দূরে হরিয়ানার ঝজ্জরে। এই ভূমিকম্পেরও উৎসস্থল ছিল মাটি থেকে ১০ কিলোমিটার গভীরে। এদিকে ১১ জুলাইয়ে অনুভূত হওয়া কম্পনের মাত্রা ছিল ৩.৭। এই ভূমিকম্পটিরও উৎসস্থল ছিল হরিয়ানার ঝজ্জর।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.