সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: ফের ধর্মস্থানে অব্যবস্থা। এবার হরিদ্বারের মনসা দেবী মন্দিরে পদপিষ্ট হয়ে অন্তত ৭ জনের মৃত্যু। আহত আরও ২৮ জন। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মন্দিরের সিঁড়িতে ওঠার সময় ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়ায়। তাতেই হুড়োহুড়ি শুরু হয়ে যায়। পদপিষ্ট হয়ে মৃত্যু হয় ৭ জনের।
শ্রাবণ মাসে সচরাচর হরিদ্বারের মন্দিরগুলিতে অন্য সময়ের তুলনায় বেশি ভিড় হয়। কানওয়ার যাত্রীদের ভিড় সামাল দেওয়া কঠিন হয়ে ওঠে। রবিবার সকালে মনসা দেবীর মন্দিরেও অস্বাভাবিক ভিড় ছিল। মন্দিরটি আবার খানিকটা উঁচু পাহাড়ে অবস্থিত। তাতে উঠতে হয় সিঁড়ি বেয়ে। সিঁড়িতে অসংখ্য পুণ্যার্থী একসঙ্গে ওপরে ওঠার চেষ্টা করছিলেন। সেসময় সিঁড়িতে ইলেকট্রিক শকের আতঙ্ক ছড়িয়ে পড়ে। হুড়োহুড়ি পড়ে যায়। তাতেই পদপিষ্ট হওয়ার পরিস্থিতি তৈরি হয়েছে।
ঘটনাস্থলেই ৬ জনের মৃত্যু হয়েছে। আরও বেশ কয়েকজন আহত। পুলিশ উদ্ধারকাজ শুরু করেছে। ঘটনাস্থলে পৌঁছেছে এনডিআরএফের উদ্ধারকারী দল। আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি গোটা বিষয়টির উপর নজর রাখছেন। স্থানীয় প্রশাসনকে দ্রুত উদ্ধারকাজের নির্দেশ দিয়েছেন তিনি। সোশাল মিডিয়ায় তিনি মৃতদের পরিবারের প্রতি শোকজ্ঞাপন করেছেন। আহতদের চিকিৎসার ভার নিয়েছে রাজ্য সরকার।
हरिद्वार स्थित मनसा देवी मंदिर मार्ग में भगदड़ मचने का अत्यंत दुःखद समाचार प्राप्त हुआ है। , स्थानीय पुलिस तथा अन्य बचाव दल मौके पर पहुंचकर राहत एवं बचाव कार्यों में जुटे हुए हैं।
इस संबंध में निरंतर स्थानीय प्रशासन के संपर्क में हूं और स्थिति पर लगातार निगरानी रखी जा रही…
— Pushkar Singh Dhami (@pushkardhami)
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.