প্রতীকী ছবি।
প্রণব সরকার, আগরতলা: দুর্গোৎসবের মধ্যেই ত্রিপুরার কারাগারে রক্তক্ষয়ী সংঘর্ষ। জেল কর্মীদের মারধর করে সংশোধনাগার থেকে পালিয়ে গেল ৬ দুষ্কৃতী। তাদের মধ্যে একজন বাংলাদেশের নাগরিক বলেও জানা গিয়েছে। গুরুতর আহত অবস্থায় এক জেল কর্মী হাসপাতালে ভর্তি রয়েছেন।
বন্দিদের পালিয়ে যাওয়ার ঘটনাটি উত্তর জেলার ধর্মনগরে কারাগারে ঘটেছে। নবমীর ভোরে ধর্মনগরের কালিকাপুর স্থিত সাব জেল থেকে একসাথে ৬ জন কুখ্যাত আসামী পালিয়ে গিয়েছে। জানা গেছে, জেল কর্মীদের মারধর করে মূল ফটক ভেঙেই পালায় তারা। পলাতক আসামিদের মধ্যে রয়েছে কুখ্যাত ডাকাত নাজিম উদ্দিন, রহিম আলী, সুনীল দেববর্মা, নারায়ণ দত্ত, রোজান আলী ও আব্দুল পাতা। সূত্রের খবর, এদের মধ্যে একজন অসমের এবং অপর একজন বাংলাদেশের বাসিন্দা। প্রত্যেকের বিরুদ্ধেই রয়েছে একাধিক মামলা এবং বিভিন্ন অপরাধের রেকর্ড।
এই ঘটনার সময় কর্তব্যরত জেল কর্মী গেদু মিয়া গুরুতরভাবে আহত হন। বর্তমানে তিনি ধর্মনগর জেলা হাসপাতালে চিকিৎসাধীন। উৎসবের মরশুমে একসাথে ৬ জন সাজাপ্রাপ্ত আসামী সাব জেল থেকে পালিয়ে যাওয়ায় গোটা জেলা জুড়ে নেমে এসেছে আতঙ্কের ছায়া। ঘটনার পর থেকেই পুলিশি নিরাপত্তা ও জেলা পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। ইতিমধ্যেই পলাতক আসামীদের খুঁজে বের করতে জোর তল্লাশি শুরু করেছে প্রশাসন। ত্রিপুরার ইতিহাসে এই ধরনের ঘটনা প্রথমবার। জেল ভেঙে পালিয়ে ৬ কুখ্যাত অপরাধীর পালিয়ে যাওয়া নিয়ে যথেষ্ট আতঙ্কিত গোটা রাজ্যের আমজনতা।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.