ছবি: প্রতীকী
সংবাদ প্রতিদিন ডিজিটাল ডেস্ক: বিয়েবাড়িতে অগ্নিকাণ্ড। মর্মান্তিক দুর্ঘটনায় প্রাণ গেল অন্তত ৬ জনের। মৃতদের মধ্যে ৩ জন শিশু। বিহারের (Bihar) দ্বারভাঙায় চাঞ্চল্য ছড়াল এমন ভয়ংকর অগ্নিকাণ্ডে। মানুষের পাশাপাশি আগুনে ঝলসে মৃত্যু হল গবাদি পশুরও।
গতকাল বৃহস্পতিবার রাত সোয়া ১১টা নাগাদ আচমকাই আলিনগরের ওই বিয়েবাড়িতে আগুন লেগে যায়। সঙ্গে সঙ্গে আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়। তাঁবু খাটিয়ে বিয়েবাড়ির আয়োজন করা হয়েছিল। দেখা যায় তাঁবু দাউদাউ করে জ্বলছে। মনে করা হচ্ছে, বিয়ের সময় বাজি ফাটানো হচ্ছিল। তা থেকেই ঘটে যায় ওই অগ্নিকাণ্ড। দ্রুত ঘটনাস্থলে হাজির হয় দমকল। খানিকক্ষণ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। দেহগুলি ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। পুলিশের সন্দেহ, তাঁবুর ভিতরে বেশ কিছু দাহ্য পদার্থ ছিল। সেই কারণেই আগুন দ্রুত ছড়িয়ে যায়।
জানা গিয়েছে, দুর্ঘটনায় মৃত শিশুদের বয়স ৩,৪ ও ৫। জেলাশাসক ইতিমধ্যেই নির্দেশ দিয়েছেন, দুর্ঘটনার প্রকৃত কারণ খুঁজে বের করতে। পাশাপাশি জেলা প্রশাসন নিহতদের পরিবারকে সব রকম সাহায্য়ের আশ্বাস দিয়েছে।
খবরের টাটকা আপডেট পেতে ডাউনলোড করুন সংবাদ প্রতিদিন অ্যাপ
নিয়মিত খবরে থাকতে ফলো করুন
Copyright © 2025 Sangbad Pratidin Digital Pvt. Ltd. All rights reserved.